রাজধানীর রামপুরা থানার খিলগাঁও তালতলা মার্কেটের পাশে প্রকাশ্য দিবালোকে ছিন.তাইকারীর ছুরিকাঘাতে মো. মামুন হাওলাদার (৪৫) নামে সিএনজিচালিত এক অটোরিকশা চালক নি.হত হয়েছেন। এ ঘটনায় পালিয়ে যাওয়ার সময় ছিনতা.ইকারী মো. মিজানুর রহমানকে (৩৫) গ্রেপ্তার করেছে রামপুরা থানা পুলিশ।
রোববার (১৭ জুলাই) দুপুর ২টার দিকে এই ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অ.বস্থায় মামুনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসাধীন অবস্থায় সোমবার (১৮ জুলাই) ভোর ৪টায় তিনি মা.রা যান।
নি.হতের ভাতি.জা আরিফ ঢাকা পোস্টকে বলেন, আমার চাচা একজন অটোরিকশা চালক। রোববার তিনি যাত্রী নামিয়ে খিলগাঁও তালতলা মার্কেটের পাশে সিগারেট কিনতে দোকানে যান। পরে ছিন.তাই.কারী তার কাছ থেকে টাকা নেওয়ার জন্য ছু.রি বের করে ভয় দেখায়। টাকা দিতে না চাইলে চাচাকে ছু.রিকাঘাত করে। এতে চাচা গুরু.তর আহত হন। পরে তাকে উ.দ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে এলে চিকিৎসাধীন অবস্থায় আজ ভোরে তিনি মা.রা যান।
বিষয়টি নিশ্চিত করে রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম ঢাকা পোস্টকে বলেন, গতকাল দুপুরে খিলগাঁও তালতলা মার্কেট এলাকায় এক ছিনতাইকারী চাকু দিয়ে অটোরিকশা চালক মামুনকে ছুরিকাঘাত করে তার কাছে থাকা ১৫০০ টাকা নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। ওই ছিনতাইকারী পালিয়ে যাওয়ার সময় আমাদের টহল পুলিশ তাকে আটক করে এবং তার কাছে থাকা একটি ছুরি ও ছিনতাই করে নিয়ে যাওয়া টাকা উদ্ধার করা হয়।
তিনি আরো বলেন, এ ঘটনায় নি.হতের স্ত্রী মনোয়ারা বেগম বাদী হয়ে আজ রামপুরা থানা একটি মা.মলা (মামলা নং ২০) করেন। মামুন কামরাঙ্গীরচর থানার ঝাউলাহাটি চৌরাস্তা এলাকায় থাকতেন। তার বাড়ি বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ থানার চর-পশ্চিম গ্রামে। ছি.নতাই.কারী মিজানুর রহমান খিলগাঁও চৌরাস্তার কুমিল্লা হোটেলের পাশে আলী হোসেনের রিক্সার গ্যারেজে থাকত। তার বাড়ি ময়মনসিংহ জেলার ধোবাউড়া থানার নয়াপাড়া গ্রামে।