সোমবার, ২৫ সেপ্টেম্বর ২০২৩, ০৩:৩১ পূর্বাহ্ন

ছাত্রীদের উত্ত্যক্ত করায় ৬ মাসের কারাদ,ণ্ড

প্রতিনিধির নাম / ৮১ বার
আপডেট : শুক্রবার, ২ সেপ্টেম্বর, ২০২২

নিজস্ব প্রতিবেদক, প্রতিদিনের পোস্ট || ছাত্রীদের উত্ত্যক্ত করায় ৬ মাসের কারাদ,ণ্ড।

মালেকা খাতুন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রীদের স্কুলে যাওয়া আসার পথে প্রায়ই ছাত্রীদের উত্ত্যক্ত করত গৌরনদী উপজেলার রামসিদ্দি গ্রামের বা‌সিন্দা ইজিবাইক চালক সোহাগ মৃধা। বৃহস্পতিবার বিকেলে স্কুল ছুটির পর ওই ছাত্রীরা নাগার সড়ক দিয়ে বাড়ি ফিরছিল। এ সময় তাদের উত্ত্যক্ত করেন সোহাগ।

বরিশালে ছাত্রীদের স্কুলে যাওয়া আসার পথে উত্ত্যক্ত করার অভিযোগে এক ব্যক্তিকে ছয় মাসের বিনাশ্রম কারাদ,ণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বরিশাল জেলে শুক্রবার সকালে তা‌কে পাঠানো হয়েছে।

উপ‌জেলা নির্বাহী কর্মকর্তা সাখাওয়াত হো‌সেন জানান, আগৈলঝাড়া উপজেলার গৈলা ইউনিয়নের টেমার মালেকা খাতুন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রীদের স্কুলে যাওয়া আসার পথে ছাত্রীদের উত্ত্যক্ত করত গৌরনদী উপজেলার রামসিদ্দি গ্রামের বা‌সিন্দা ইজিবাইক চালক সোহাগ মৃধা। বৃহস্পতিবার বিকেলে স্কুল ছুটির পর ওই ছাত্রীরা নাগার সড়ক দিয়ে বাড়ি ফিরছিল। এ সময় তাদের উত্ত্যক্ত করেন সোহাগ।

এ ঘটনা এলাকাবাসী জানার পর ধাওয়া করে সোহাগ মৃধাকে স্কুল কক্ষে আটক রাখে। পরে স্কুল কর্তৃপক্ষ এই ঘটনা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানান।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সাখাওয়াত হোসেন জানান, তিনি স্কুলে গিয়ে ভ্রাম্যমাণ আদালতে চালক সোহাগকে ছাত্রীদের উত্ত্যক্ত করার অভিযোগে ছয় মাসের বিনাশ্রম কারাদ,ণ্ডের রায় দেন।

এ সময় উপস্থিত ছিলেন মালেকা খাতুন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মান্নান, থানার এসআই আলী হোসেন, গৈলা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম চাঁনসহ আরও অনেকে।

এই ওয়েবসাইটের কোন লেখা,ছবি,ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ন বেআইনী এবং শাস্তিযোগ্য অপরাধ।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ