সোমবার, ২৫ সেপ্টেম্বর ২০২৩, ০৩:১৮ পূর্বাহ্ন

“ছাত্রলীগের সিগারেট খাওয়া নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিলেন এমপি বাবু”

রিপু / ৬৭ বার
আপডেট : বুধবার, ৭ সেপ্টেম্বর, ২০২২

নিজস্ব প্রতিবেদক, নরসিংদী খবর ||

‘ছাত্রলীগের ছেলেরা সিগারেট খায় দেখাতে পারলে রাজনীতি ছেড়ে দেব’, এমন বক্তব্য দিয়ে আলোচনায় এসেছেন নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য (এমপি) নজরুল ইসলাম বাবু।

গতকাল মঙ্গলবার ছাত্রলীগের একটি অনুষ্ঠানে ওই বক্তব্য দেন এমপি বাবু। আজ বুধবার গণমাধ্যমের কাছে সেই বক্তব্যের ব্যাখ্যা দিয়েছেন তিনি।

নজরুল ইসলাম বাবু বলেছেন, ‘আমার এই বক্তব্য ছাত্রলীগ নেতাকর্মীদের জন্য একটি মেসেজ। এর মাধ্যমে ছাত্রলীগ নেতাকর্মীদের একটা পরিষ্কার মেসেজ দিতে চেয়েছি। ছাত্রলীগ যারা করবে, তাদের এমন হতে হবে, প্রকাশ্যে কারও সামনে ধূমপান করা যাবে না, নেশা তো দূরের কথা। কোনো নেশা, কোনো বদনাম, কোনো খারাপ কিছুর সঙ্গে সম্পৃক্ত হতে পারবে না ছাত্রলীগের নেতাকর্মীরা। আমার এই বক্তব্য নিয়ে যারা ট্রল করে, তারা নিজেরাই একটা ট্রল।’

এর আগে গতকাল এমপি বাবু বলেছিলেন, ‘আমার আড়াইহাজারের মুরব্বিরা আছেন। আমার ছাত্রলীগের কোনো ছেলে কখনো সিগারেট খেয়েছে বা হাতে নিয়েছে—এ ইতিহাস কেউ দেখাতে পারলে আমি আমার জায়গা থেকে পদত্যাগ করবো এবং রাজনীতি থেকে বিদায় নেব।’

এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ   রিপু /নরসিংদী খবর

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ