শনিবার, ০৯ ডিসেম্বর ২০২৩, ০৬:০৪ পূর্বাহ্ন

চুয়াডাঙ্গায় শিশুর কামড়ে সাপের মৃ ত্যু

প্রতিনিধির নাম / ১৪৩ বার
আপডেট : মঙ্গলবার, ৭ জুন, ২০২২

খেলাচ্ছলে জান্নাতুল ফেরদৌস (১) এর কামড়ে মারা গেছে একটি গোখরা সাপের বাচ্চা।
চুয়াডাঙ্গা সদর উপজেলায় শিশু জান্নাতুল ফেরদৌস (১) এর কামড়ে বিষধর সাপের বাচ্চার মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৭ জুন) সকাল ১০টার দিকে বিস্ময়কর এ ঘটনা ঘটেছে চুয়াডাঙ্গা সদর উপজেলার উজলপুর গ্রামের বিলপাড়ায়। সৌভাগ্যক্রমে শিশুটি সুস্থ আছে। জান্নাতুল ফেরদৌস ওই গ্রামের রিয়াজুল ইসলামের মেয়ে।

জান্নাতুলের মা শিলা খাতুন জানান, সকালে চাচাতো ভাই কাউসারের সঙ্গে ঘরে মধ্যে খেলছিল জান্নাতুল। একপর্যায়ে খেলতে খেলতে দুজনেই খাটের নিচে চলে যায়। এ সময় খাটের নিচে থাকা একটি সাপের বাচ্চাকে হাত দিয়ে ধরে দুই জায়গায় কামড় দেয় জান্নাতুল।

পরে সাপের বাচ্চাসহ খাটের নিচ থেকে বাইরে বের হয়ে আসে তারা। জান্নাতুলকে দ্রুত উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। সাপের বাচ্চাটি মারা গেছে। সেটি চিকিৎসকে দেখানো হয়েছে।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের শিশু বিশেষজ্ঞ ডা. মাহবুবুর রহমান মিলন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, জান্নাতুলকে শিশু ওয়ার্ডে ভর্তি রেখে পর্যবেক্ষণ করা হচ্ছে। ২৪ ঘণ্টা গেলে বোঝা যাবে তার কোনো চিকিৎসা প্রয়োজন কিনা। তবে, তার অবস্থা এখন পর্যন্ত আশঙ্কামুক্ত বলে জানান এই শিশু বিশেষজ্ঞ।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ