শুক্রবার, ২২ সেপ্টেম্বর ২০২৩, ০৬:৩৬ অপরাহ্ন

চিকিৎসা করাতে ভারতে নায়ক রুবেল

জ্যেষ্ঠ প্রতিবেদক, নরসিংদী জার্নাল / ৯৭ বার
আপডেট : সোমবার, ৩০ মে, ২০২২

জ্যেষ্ঠ প্রতিবেদক, নরসিংদী জার্নাল।। চিকিৎসা করাতে ভারতে নায়ক রুবেল

মার্শাল আর্ট হিরো’ হিসেবেই পরিচিত মাসুম পারভেজ রুবেল। পর্দায় কুংফু-কারাতের নান্দনিক সব কৌশল দেখিয়ে বাংলা সিনেমায় এনেছিলেন নতুন জোয়ার।

জুটিপ্রথায় আবদ্ধ না-থেকেও এই নায়ক ৯৭ জন নায়িকার বিপরীতে অভিনয় করেছেন। তার চলচ্চিত্র জীবনে প্রায় ৩৫ বছরে ২৩০টি চলচ্চিত্রে অভিনয় করেছেন।

তবে চলচ্চিত্রে এখন তিনি নিয়মিত নন। চিকিৎসার জন্য তিনি বর্তমানে ভারতে অবস্থান করছেন বলে রাইজিংবিডিকে জানান নন্দিত নায়িকা অঞ্জনা রহমান।

নায়ক রুবেল গুরুতর অসুস্থ নন। তবে নিয়মিত চেকআপের অংশ হিসেবেই তিনি ভারত গিয়েছেন বলে জানা যায়। তার হাতে কয়েকটি সিনেমার কাজ রয়েছে। খুব শিগগিরই এসব সিনেমার শুটিং শুরু হবে বলে প্রযোজক সূত্রে জানা যায়।

নায়ক রুবেল সম্প্রতি চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে সহ-সভাপতির পদে নির্বাচন করেন। তার প্রতিদ্বন্দ্বী ছিলেন নায়ক রিয়াজ, ডিএ তায়েব ও মনোয়ার হোসেন ডিপজল। নির্বাচনে জিপজল ও রুবেল জয়ী হন। একাধিকবার তিনি চলচ্চিত্র শিল্পী সমিতির বিভিন্ন পদে জয়ী হয়েছেন।

এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ন বেআইনী এবং শাস্তিযোগ্য অপরাধ। তাসরিফ/নরসিংদী জার্নাল

 

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ