সোমবার, ২৫ সেপ্টেম্বর ২০২৩, ০২:০০ পূর্বাহ্ন

চবির ভর্তি পরীক্ষা মঙ্গলবার, বিশেষ নিরাপত্তার ব্যবস্থা

নিজস্ব প্রতিবেদক/নরসিংদী জার্নাল / ৬৫ বার
আপডেট : সোমবার, ১৫ আগস্ট, ২০২২

নিজস্ব প্রতিবেদক/নরসিংদী জার্নাল|| চবির ভর্তি পরীক্ষা মঙ্গলবার, বিশেষ নিরাপত্তার ব্যবস্থা।

আগামী ১৬ আগস্ট থেকে ২৪ আগস্ট পর্যন্ত চারটি ইউনিট ও দুইটি উপ-ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রথম দিন ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

বিশ্ববিদ্যালয়ের দেয়া তথ্যানুসারে, ২০২১-২২ শিক্ষাবর্ষে চার হাজার ৯২৬টি আসনের বিপরীতে পরীক্ষা দেবে এক লাখ ৪৩ হাজার ৭২৭ জন। সে হিসেবে এবারে আসনপ্রতি লড়বে ২৯ জন । ভর্তি পরীক্ষা উপলক্ষে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

স্বাস্থ্যবিধির বিষয় মাথায় রেখে ও ভর্তিচ্ছু শিক্ষার্থীর সংখ্যা বিবেচনায় এবার তিনটি ইউনিটের পরীক্ষা দুইটি শিফটে (সকাল-বিকাল) অনুষ্ঠিত হবে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. রবিউল হাসান ভূঁইয়া এক সংবাদ সম্মেলনে রোববার এসব তথ্য জানান।

তিনি জানান, প্রথমদিন ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় অংশ নেবেন ৫৪ হাজার ১০৬ জন। এর মধ্যে সকালের শিফটে পরীক্ষা দেবেন ২৭ হাজার ৫৩ জন। বিকেলের শিফটের পরীক্ষাও একই সংখ্যক পরীক্ষার্থী পরীক্ষা দেবেন।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও হাটহাজারী কেন্দ্রে ‘এ’ ইউনিটের পরীক্ষার কেন্দ্র নির্ধারণ করা হয়েছে।

ইতোমধ্যে ‘এ’ ইউনিটের সিট প্ল্যান প্রকাশ হয়েছে। শিক্ষার্থীরা স্ব স্ব আইডিতে লগ ইন করে সিট প্ল্যান দেখতে পারবেন বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট ও পেইজে।

এভাবে প্রতি ইউনিটের ভর্তি পরীক্ষার ৪৮ ঘণ্টা আগে আসন বিন্যাসে জানিয়ে দেয়া হবে।

পরীক্ষার সময়সূচি-

সকালের শিফটে পরীক্ষার্থীরা ৯টা ৪৫ মিনিটে কেন্দ্রে প্রবেশ করবে। ওএমআর ফরম বিতরণ করা হবে ১০টা ১৫ মিনিটে। প্রশ্নপত্র বিতরণ করা হবে বেলা ১১টায়। পরীক্ষা শেষ হবে দুপুর ১২টায়।

অন্যদিকে দুপুরের শিফটে ভর্তিচ্ছুরা ২টা ১৫মিনিটে কেন্দ্রে প্রবেশ করবেন। ওএমআর ফরম বিতরণ করা হবে ২টা ৪৫মিনিটে। প্রশ্নপত্র বিতরণ করা হবে দুপুর সাড়ে তিনটায়। পরীক্ষা শেষ হবে বিকেল সাড়ে চারটায়।

১৬ আগস্ট ‘এ’ ইউনিট, ১৯ আগস্ট ‘সি’ ইউনিট, ২০ আগস্ট ‘বি’ ইউনিট, ২২ আগস্ট ‘ডি’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ ছাড়া ২৪ আগস্ট সকালে উপ-ইউনিট ‘বি-১’ ও একই দিন বিকেলে ‘ডি-১’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

কোন ইউনিটে কত

আইসিটি সেল থেকে পাওয়া তথ্যানুসারে, ‘এ’ ইউনিটে আবেদন করেছেন ৫৪ হাজার ১০৬ জন, ‘বি’ ইউনিটে আবেদন করেছেন ৩৫ হাজার ৭৭৯ জন শিক্ষার্থী, ‘সি’ ইউনিটে আবেদন করেছেন ১১ হাজার ৬০ জন, ‘ডি’ ইউনিটে আবেদন করেছেন ৩৯ হাজার ৩৯২ জন, ‘বি১’ উপ-ইউনিটে আবেদন করেছেন এক হাজার ৫৭৯ জন, ‘ডি১’ ইউনিটে আবেদন করেছেন এক হাজার ৮১১ জন।

সে হিসেবে ‘এ’ ইউনিটে প্রতিটি আসনের জন্য লড়বে ৪৫ জন, ‘বি’ ইউনিটে লড়বে ২৯ জন, ‘সি’ ইউনিটে লড়বে ২৫ জন, ‘ডি’ ইউনিটে ৩৪ জন, ‘বি১’ ইউনিটে ১৩ জন এবং ‘ডি১’ ইউনিটে ৬০ জন। এ ছাড়া মোট আবেদন অনুসারে প্রতি আসনের জন্য লড়বে ২৯ জন।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এস এম মনিরুল হাসান বলেন, ‘আমরা সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছি। অভিভাবকদের প্রতি অনুরোধ থাকবে একজন পরিক্ষার্থীর সঙ্গে একাধিক অভিভাবক না আসেন। আশা করছি সুন্দরভাবে ভর্তি পরীক্ষা সম্পন্ন হবে।

ক্যাম্পাসে বাড়তি নিরাপত্তা

ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে ক্যাম্পাসে জোরদার করা হয়েছে বাড়তি নিরাপত্তা। পরীক্ষা চলাকালীন প্রায় আট শতাধিক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের বেষ্টনী দ্বারা আবৃত থাকবে পুরো ক্যাম্পাস । পুলিশ, র‍্যাব, ডিবি, ডিএসবিসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা নিরাপত্তায় নিয়োজিত থাকবেন।

চট্টগ্রাম জেলা পুলিশের পক্ষ থেকে গোটা ক্যাম্পাস থাকবে গোয়েন্দা নজরদারির আওতায়। ছাত্র সংগঠনগুলোর ওপরও রাখা হচ্ছে বিশেষ নজরদারি। ট্রাফিক কন্ট্রোলে বিভিন্ন পয়েন্টে কাজ করবে ট্রাফিক পুলিশ। এছাড়া ভর্তি জালিয়াতি ঠেকাতে ডিজিএফআই, এনএসআই গোয়েন্দা সংস্থাও মাঠে থাকবে। সংঘর্ষ কিংবা র‍্যাগিংসহ অপ্রীতিকর যে কোনো পরিস্থিতি এড়াতে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বিশ্ববিদ্যালয়ের প্রক্টোরিয়াল বডি।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. রবিউল হাসান ভূঁইয়া নিউজবাংলাকে বলেন, ‘ভর্তি পরীক্ষা উপলক্ষে পুরো ক্যাম্পাসকে নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে। প্রায় আট শতাধিক আইনশৃঙ্খলা কর্মী ও গোয়েন্দারা ক্যাম্পাসের বিভিন্ন পয়েন্টে নিয়োজিত থাকবে।

‘ক্যাম্পাসের বিভিন্ন জায়গায় সিসি ক্যামেরার সংখ্যা বাড়ানো হয়েছে। আমরা সার্বক্ষণিক মনিটরিং করবো। এ ছাড়া অপ্রত্যাশিত কোনো অপ্রীতিকর ঘটিনা এড়াতে আমাদের সহকারী প্রক্টরবৃন্দও আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে থাকবে। যেকোনো সমস্যায় আমাদের সহকারী প্রক্টরদের সঙ্গে যোগাযোগ করলে হবে, তাদের নম্বর নোটিশ বোর্ডে দেয়া আছে।’

তিনি আরও বলেন, ‘ছাত্রীদের অভিভাবকদের বিশ্রামের জন্য আমরা হলগুলো খোলা রাখার নির্দেশনা দিয়েছি। খাবার দোকানে মূল্য তালিকা সাটানোর জন্য আমরা কথা বলেছি। পরীক্ষার দিনগুলোতে ৯ জোড়া শাটল চলবে। স্মরণ চত্বরে পরীক্ষার্থীদের সহায়তায় হেল্পডেস্ক থাকবে। এ ছাড়া প্রবেশপত্র সংক্রান্ত সমস্যায় আইটি সেল থেকেও হেল্প নিতে পারবে।’

পরীক্ষার্থীদের মানতে হবে আট নির্দেশনা

ভর্তি পরীক্ষার সময় ভর্তিচ্ছু শিক্ষার্থীদের জন্য ৮টি নির্দেশনা দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। নির্দেশনাগুলো হলো-

১. মাস্ক ব্যতিত কোন পরীক্ষার্থী পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে পারবে না। পরীক্ষার হলে সার্বক্ষণিক মাস্ক পরিধান করে থাকতে হবে।

২. পরীক্ষার্থীদের সাথে একের অধিক অভিভাবক চবি ক্যাম্পাসে আসতে পারবে না। পাশাপাশি নিরাপত্তার স্বার্থে সংশ্লিষ্ট সকলকে জাতীয় পরিচয়পত্র অথবা নিজস্ব পরিচয়পত্র সঙ্গে রাখতে হবে।

৩. পরীক্ষা শেষে ধাপে ধাপে পরীক্ষার্থীদেরকে কেন্দ্র ত্যাগ করতে হবে। এ ক্ষেত্রে কেন্দ্র প্রধান/পরিদর্শকদের নির্দেশনা অনুসরণ করতে হবে।

৫. প্রত্যেক পরীক্ষার্থীর ডাউনলাড করা দুই কপি প্রবেশপত্র, পাসপোর্ট সাইজের দুই কপি ছবি ও উচ্চ মাধ্যমিক/সমমান পরীক্ষার মূল রেজিষ্টেশন কার্ড অথবা A লেভেলের Statement of Entry এর মূলকপি ভর্তি পরীক্ষার দিন অবশ্যই সঙ্গে নিয়ে আসতে হবে।

৬. পরীক্ষার্থীরা পরীক্ষার হলে fx-100 বা এর নিচে সাধারণ মানের (মেমরী অপশন/সীম ব্যতিত) ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে। পরীক্ষার হলে প্রার্থীর মোবাইল ফোন, Calculator with Memory Option/সীম, Electronic Device সম্বলিত ঘড়ি ও কলম বা যেকোনো ধরনের Device সঙ্গে রাখতে পারবে না।

৭. প্রশ্ন ফাঁস সংক্রান্ত বিষয়ে কারো কাছে কোনো অভিযোগে দৃষ্টিগোচর হলে তা ১ম ও ২য় শিফটে নির্ধারিত পরীক্ষার্থীদের কেন্দ্রে প্রবেশ সময়ের ন্যূনতম এক ঘণ্টা আগে প্রমাণসহ সংশ্লিষ্ট ইউনিট কো-অর্ডিনেটরের কাছে লিখিত অভিযোগ করা যাবে।

৮. ভর্তি পরীক্ষায় কারো বিরুদ্ধে কোনো ধরনের অনিয়ম পরিলক্ষিত হলে তাৎক্ষণিকভাবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আইনি ব্যবস্থা নিবেন।

শাটল ট্রেনের সূচি

ভর্তি পরীক্ষার দিনগুলোতে পরীক্ষার্থীদের যাতায়াতের সুবিধার্থে বিশেষ শাটল ট্রেনের ব্যবস্থা করেছে বিশ্ববিদ্যালয় প‌্রশাসন। আগামী ১৬, ১৯, ২০, ২২ ও ২৪ আগস্ট এই বিশেষ শাটল সার্ভিস চলবে।

নগরীর বটতলী রেলস্টেশন থেকে যথাক্রমে সকাল ৬টা, সাড়ে ৬টা, ৮ টা ১৫ মিনিট, ৮টা ৪৫ মিনিট, ১১টা ৪০ মিনিট, দুপুর ১২ টা, বিকেল ৩টা, ৪টা ও রাত সাড়ে ৮টায় বিশ্ববিদ্যালয়ের উদ্দেশ্যে ছেড়ে যাবে।

অন্যদিকে বিশ্ববিদ্যালয় স্টেশন থেকে যথাক্রমে সকাল ৭টা ০৫ মিনিট, সকাল ৭টা ৩৫ মিনিট, সকাল ৯ টা ২০ মিনিট, সকাল ১০টা, দুপুর ১টা, দুপুর দেড়টা, বিকেল ৫টা, বিকেল সাড়ে পাঁচটা ও রাত ৯টা ১০ মিনিটে নগরীর বটতলীর উদ্দেশ্যে ছেড়ে যাবে।

তবে ২৪ আগস্ট শাটল নিয়মিত সময়সূচিতে চলবে।

সব ট্রেনই ঝাউতলা, ষোলশহর, ক্যান্টনমেন্ট, চৌধুরীহাট, ফতেয়াবাদ স্টেশনে কিছুক্ষণ থেমে বিশ্ববিদ্যালয় স্টেশনে যাবে। প্রতিটি ট্রেন বটতলী রেল স্টেশন থেকে বিশ্ববিদ্যালয় স্টেশনে আসতে আনুমানিক এক ঘণ্টা সময় লাগবে।

এই ওয়েবসাইটের কোন লেখা,ছবি,ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ন বেআইনী এবং শাস্তিযোগ্য অপরাধ।
মাহমুদ/নরসিংদী জার্নাল।

 

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ