নিজস্ব প্রতিনিধি, নরসিংদী জার্নাল | চট্টগ্রামে সেপটিক ট্যাংক থেকে নারীর গলিত লাশ উদ্ধার
চট্টগ্রামের পাঁচলাইশে একটি বাসার সেপটিক ট্যাংক থেকে এক নারীর গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। এখনো তাঁর নাম-পরিচয় জানতে পারেননি পুলিশ। লাশ গলে যাওয়ায় নারীর বয়সও অনুমান করা যায়নি।
গতকাল বৃহস্পতিবার রাতে চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ থানার নাসিরাবাদ হাউজিং সোসাইটি এলাকার একটি বাসার সেপটিক ট্যাংক থেকে পুলিশ লাশটি উদ্ধার করে।
পাঁচলাইশ থানার পরিদর্শক (তদন্ত) সাদেকুর রহমান জানান, সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে গলিত লাশ দেখতে পান পরিচ্ছন্নতাকর্মীরা। বাড়ির মালিককে বিষয়টি জানানো হলে পুলিশে খবর দেওয়া হয়। তিনি বলেন, পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে। সেপটিক ট্যাংকের সঙ্গে ড্রেনের সংযোগ রয়েছে। লাশটি ট্যাংকে কীভাবে এল, তদন্ত করা হচ্ছে। জড়িত সন্দেহে কাউকে এখনো গ্রেপ্তার করা যায়নি।
এ ঘটনায় মামলা হয়েছে জানিয়ে সাদেকুর রহমান আরও বলেন, লাশটি গলে যাওয়ার কারণে পরিচয় শনাক্ত করা যাচ্ছে না। ময়নাতদন্তের জন্য লাশটি চট্টগ্রাম মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনী ও শাস্তিযোগ্য অপরাধ। রাজু ডিয়ান, নরসিংদী জার্নাল