ছবি সংগ্রহীত
জামালপুর পৌর শহরে ডাক্তারের প্রেসক্রিপশন ছাড়া ঘুমের ইনজেকশন ও সিরিঞ্জ না পাওয়ায় পেট্রল ছিটিয়ে ফার্মেসিতে আগুন দেওয়ার চেষ্টার অভিযোগ উঠেছে। এ সময় খন্দকার রওনক আহমেদ পলাশ নামের ওই ব্যক্তিকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয়রা।
শনিবার (১৬ জুলাই) বিকেলে শহরের হাটচন্দ্রা মিয়াবাড়ি বাজারে ‘হাটচন্দ্রা মেডিকেল হল’ নামের ফার্মেসিতে এ ঘটনা ঘটে। পলাশ ওই গ্রামের মৃত খন্দকার আবু সালেহ মো. ফারুক টাইগারের ছেলে।
মেডিকেল হলের মালিক মো. হাফিজুর রহমান আকবর জানান, শুক্রবার রাতে পলাশ তার ছেলেকে দিয়ে চিরকুট পাঠায় সিডিল ইনজেকশন ও সিরিঞ্জ নেওয়ার জন্য। এ সময় ডাক্তারের প্রেসক্রিপশন ছাড়া ওষুধ বিক্রি করা যাবে না বলে জানিয়ে দেওয়া হয়। এতে ক্ষুব্ধ হয়ে শনিবার বিকেলে ফার্মেসিতে পেট্রল ছিটিয়ে দেন পলাশ। এ সময় দেয়াশলাই দিয়ে আগুন জ্বালাতে গেলে আশপাশের লোকজন তাকে আটক করে পুলিশে দেন।
বাংলাদেশ ক্যামিস্ট ও ড্রাগিস্ট সমিতির জেলা শাখার সভাপতি মো. আশরাফুল ইসলাম সিদ্দিকী বলেন, ‘ঘুমের ইনজেকশন না দেওয়ায় পলাশ নামে এক ব্যক্তি এ ন্যক্কারজনক ঘটনা ঘটিয়েছে। এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদের পাশাপাশি দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানাচ্ছি।’
জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাহনেওয়াজ ইমন জাগো নিউজকে বলেন, ওই ফার্মেসি থেকে একজনকে আটক করে স্থানীয়রা আমাদের কাছে হস্তান্তর করেছে। এ বিষয়ে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সূত্র জাগো নিউজ
আরও পড়ুন ??
সাতক্ষীরায় ব্রিজের পাত ভেঙে যান চলাচল বন্ধ
সাতক্ষীরায় ব্রিজের পাত ভেঙে যান চলাচল বন্ধ ব্রিজের পাত ভেঙে যান চলাচল বন্ধ হয়ে যায়
সাতক্ষীরার আশাশুনি উপজেলার চাপড়ায় মরিচ্চাপ নদীর ওপর নির্মিত বেইলি ব্রিজের লোহার পাত ভেঙে যাওয়ায় যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে।
শনিবার (১৬ জুলাই) দুপুরে ব্রিজের লোহার পাত ভেঙে গেলে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। দীর্ঘদিনের পুরোনো ব্রিজটির ওপর দিয়ে কোনোরকম যানবাহন চলাচল করে আসছে। মাঝেমধ্যে মালামাল বোঝাই ভারী যানবাহনের চাপে ব্রিজের পাত ভেঙে পড়ে।
স্থানীয়রা জানান, বেইলি ব্রিজটি উপজেলা সদরের সঙ্গে জেলা সদরের যোগাযোগ স্থাপন করে। শনিবার ব্রিজের মাঝ বরাবর পাশাপাশি তিনটি পাটাতনের দুটি ভেঙে পড়ায় বাস, মিনিবাস, ট্রাক ও বড় যানবাহন চলাচল বন্ধ রয়েছে। তবে মোটরসাইকেল, ইজিবাইক ও ইঞ্জিনচালিত ভ্যান ঝুঁকি নিয়ে পারাপার হতে দেখা গেছে।
আশাশুনি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইয়ানুর রহমান জাগো নিউজকে বলেন, ব্রিজের ক্ষতিগ্রস্ত স্থানে লাল পতাকা দিয়ে জনসাধারণকে সতর্কতা অবলম্বন করে চলাচলের জন্য বলা হয়েছে। যান চলাচল স্বাভাবিক করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে কথা হয়েছে।