ছবি সংগ্রহীত
এবার ফাইনালিসিমায় এক পেশে লড়াই দেখলো ফুটবল বিশ্ব। ইউরো চ্যাম্পিয়ন ইতালিকে সহজেই পরাজিত করে শিরোপা জিতে নিলো কোপা আমেরিকার শিরোপাজয়ী দল আর্জেন্টিনা। গোল না পেলেও অসাধারণ পারফরম্যান্সে ম্যাচ সেরার পুরস্কার বাগিয়ে নিয়েছেন লিওনেল মেসি।
গতকাল রাতে ইংল্যান্ডের ওয়েম্বলি স্টেডিয়ামে অনুষ্ঠিত হওয়া ম্যাচের প্রথমার্ধেই দুই গোলে এগিয়ে যায় আর্জেন্টিনা। আলবেসিলেস্তেদের পক্ষে জাল খুঁজে পান লাউটারো মার্টিনেজ এবং ডি মারিয়া। শেষ দিকে ডিবালাও গোল করলে বড় জয় নিয়েই মাঠ ছাড়ে লিওনেল স্কালোনির দল।
এদিকে ফাইনালিসিমার মতো গুরুত্বপূর্ণ ম্যাচে গোল না পেলেও পুরো ম্যাচ জুড়ে আলো ছড়িয়েছেন আর্জেন্টাইন দলপতি লিওনেল মেসি। প্রথম গোলটিতে রেখেছেন প্রত্যক্ষ অবদান। একক নৈপুণ্যে বল নিয়ে ডি বক্সে ঢুকে লাউটারো মার্টিনেজকে দিয়ে গোল করান পিএসজির এই তারকা।
এর আগে পরে বেশ কয়েকটি প্রচেষ্টা চালালেও ইতালির গোলরক্ষকের অতিমানবীয় নৈপুণ্য কিংবা ভাগ্য সুপ্রসন্ন না হওয়ার দরুন গোলের দেখা পাননি এই ক্ষুদে জাদুকর।
মেসি গোল না পেলেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে বেগ পেতে হয়নি আর্জেন্টিনাকে। এই জয়ে এক বছরেরও কম সময়ের মধ্যে দুইটি মেজর শিরোপাও ঘরে তুললো আলবেসিলেস্তেরা।