সোমবার, ১১ ডিসেম্বর ২০২৩, ০৪:৩২ পূর্বাহ্ন

গুগল চাকরি খেলো কৃত্রিম বুদ্ধিমত্তার অনুভূতির দাবি করা প্রকৌশলীর

তথ্যপ্রযুক্তি ডেস্ক / ৮৯ বার
আপডেট : রবিবার, ২৪ জুলাই, ২০২২
গুগল_চাকরি_খেলো_কৃত্রিম_বুদ্ধিমত্তার_অনুভূতির_দাবি_করা_প্রকৌশলীর

তথ্যপ্রযুক্তি ডেস্ক || গুগল চাকরি খেলো কৃত্রিম বুদ্ধিমত্তার অনুভূতির দাবি করা প্রকৌশলীর।

কৃত্রিম বুদ্ধিমত্তার অনুভূতি আছে দাবি করা প্রকৌশলী ব্লেক লেমোইনকে চাকরিচ্যুত করেছে গুগল কর্তৃপক্ষ। শুক্রবার সংস্থাটি নিশ্চিত করেছে, তাকে বরখাস্ত করা হয়েছে।

গতমাসে ব্লেক লেমোইন দাবি করেন, গুগলের কৃত্রিম বুদ্ধিমত্তার নিজস্ব সংবেদনশীলতা রয়েছে। এই পক্ষে তিনি একটি কথোপকথন ফাঁস করেন। সেখানে এআই প্রযুক্তির সংবেদনশীলতা ও প্রযুক্তিটিকে সম্মান চাইতে দেখা যায়। একই সঙ্গে তার মৃত্যু নিয়েও তাকে উদ্বিগ্ন দেখা গিয়েছে।

এরপর গুগল ও বেশ কয়েকটি এআই বিশেষজ্ঞরা এই দাবি অস্বীকার করেছেন।

গুগল জানিয়েছেন, মি. লেমোইনের দ্য ল্যাঙ্গুয়েজ মডেল ফর ডায়ালগ অ্যাপ্লিকেশন (লামদা) সম্পর্কে দাবিগুলো ‘সম্পূর্ণ ভিত্তিহীন।

টেক জায়েন্ট আরও বলে, এটা দুঃখজনক যে এই বিষয়ে দীর্ঘদিন নিয়োজিত থাকার পরেও, ব্লেক এখনও কর্মসংস্থানের ডাটা সুরক্ষা নীতি লঙ্ঘন করেছে।

গুগলের সর্বশেষ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চ্যাটবট লামডা। গুগল এআই প্রকৌশলী ব্লেইক লেমোইন সম্প্রতি দাবি করে বসেন, এই চ্যাটবটের অনুভব ক্ষমতা আছে। যা অনেকটা বিস্ময়করই বটে।

গুগলের রেসপনসিবল এআই সংস্থায় কাজ করা এই প্রকৌশলী বলেন, ‘আমি যখন লামডার সঙ্গে কথা বলি, তখন তাকে ব্যক্তি মনে হয়েছে। এটির মধ্যে মানুষের মতো সচেতনতা দেখেছি’।

তার এই বক্তব্য বিশ্বজুড়ে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। বিশেষজ্ঞরা তার পক্ষ-বিপক্ষে অবস্থান নিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যমে বক্তব্য দিয়েছেন।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ