বৃহস্পতিবার, ২৩ মার্চ ২০২৩, ০১:৩২ অপরাহ্ন

গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে অল্পের জন্য প্রাণে বাঁচলেন সাবেক এমপি জিয়াউল

রাব্বি মল্লিক / ২০৮ বার
আপডেট : বুধবার, ২ ফেব্রুয়ারী, ২০২২

ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল ও আশুগঞ্জ) আসনের সাবেক এমপি জিয়াউল হক মৃধার ব্যক্তিগত গাড়ি দুর্ঘটনার কবলে পড়েছে। তবে অল্পের জন্য প্রাণে বেঁচে গেছেন তিনি। গাড়িতে তার ছোট ভাই মৃধা আহমেদুল কামালও ছিলেন।

বুধবার দুপুরের দিকে সরাইল উপজেলা থেকে জিয়াউল হক আঁখিতারার দিকে যাচ্ছিলেন। পথে তার গাড়িটি পিছলে খাদে পড়ে যায়। এ সময় দুই ভাই সামান্য আহত হন।

খবর পেয়ে পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয়রা তাদের উদ্ধার করেন। স্থানীয়রা জানান, মঙ্গলবার রাতে বৃষ্টি হওয়ার পর রাস্তাটি পিচ্ছিল হয়ে যায়। আর সে কারণেই গাড়িটি খাদে পড়ে যায়।

জিয়াউল হক মৃধা বলেন, মহান আল্লাহর অশেষ কৃপায় অল্পের জন্য প্রাণে রক্ষা পেলাম। কিছু ভূমিদস্যু ফিটনেসবিহীন ট্রাক্টর দিয়ে অবৈধভাবে মাটি নিয়ে রাস্তা নষ্ট করছে। যার ফলে এ দুর্ঘঠনা। প্রশাসন যেন দ্রুত এ বিষয়ে ব্যবস্থা নেয়।

তার ভাই সরাইল সরকারি কলেজের অধ্যক্ষ মৃধা আহমেদুল কামাল বলেন, ট্রাক্টর দিয়ে প্রতিনিয়ত মাটি নেওয়া হচ্ছে। সেই মাটি পড়ে এই অবস্থা হয়েছে।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ