বুধবার, ০৪ অক্টোবর ২০২৩, ০৪:৪২ অপরাহ্ন

গানের অনুষ্ঠান চলাকালে মারা গেলেন জনপ্রিয় সঙ্গীতশিল্পী কেকে

প্রতিনিধির নাম / ৮২ বার
আপডেট : বুধবার, ১ জুন, ২০২২

ছবি সংগ্রহীত
কলকাতার গুরুদাস কলেজে এক গানের অনুষ্ঠান চলাকালে মৃত্যুর কোলে ঢলে পড়লেন জনপ্রিয় সঙ্গীতশিল্পী কৃষ্ণকুমার কুনাথ। গাইতে গাইতে চলে গেলেন বলিউডের এই তারকা।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৪ বছর। মঙ্গলবার কলকাতায় গানের অনুষ্ঠান ছিল তাঁর। মঞ্চে গান গাইতে গাইতেও হঠাৎ অসুস্থ বোধ করেন। তড়িঘড়ি তাঁকে নিয়ে যাওয়া হয় শহরের প্রথম সারির এক বেসরকারি হাসপাতালে।

সেখানেই মৃত ঘোষণা করা হয তাঁকে। ঘড়িতে তখন রাত সাড়ে ৯টা।
চিকিৎসকদের প্রাথমিক অনুমান হৃদরোগে আক্রান্ত হয়েই মৃত্যু তাঁর। আকস্মিক মৃত্যুর কারণ জানতে গায়কের দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো দেওয়া হয়েছে।

শিল্পীর মৃত্যুর খবর ফেসবুকে প্রথম জানান অমিত কুমারের স্ত্রী রিমা গঙ্গোপাধ্যায়। সঙ্গে সঙ্গে শোকের ছায়া নেমে আসে অনুরাগী মহলে। সুরের শহর কলকাতা শিল্পীর গানের শেষ সাক্ষী হয়ে রইল।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ