শুক্রবার, ০১ ডিসেম্বর ২০২৩, ০৫:৩৪ পূর্বাহ্ন

গাড়ি চালানো শিখতে গিয়ে দুর্ঘটনায় একি হয়ে গেল বাদাম কাকুর

রাব্বি মল্লিক / ২১০ বার
আপডেট : মঙ্গলবার, ১ মার্চ, ২০২২

সম্প্রতি একটি সেকেন্ড হ্যান্ড ব্যক্তিগত গাড়ি কিনেছিলেন ‘কাঁচা বাদাম’ খ্যাত ভুবন বাদ্যকর। ওই গাড়ি চালানো শিখতে গিয়েই দুর্ঘটনায় আহত হয়ে হাসপাতালে ভর্তি তিনি।

বর্তমানে সিউড়ির একটি হাসপাতালে ভর্তি আছেন ‘বাদাম কাকু’। তবে হাসপাতালের চিকিৎসক জানিয়েছেন ভুবনের আঘাত গুরুতর নয়।

জানা গেছে, সেলিব্রিটি হওয়ার পর উপার্জিত টাকা দিয়ে ওই গাড়ি কিনেছিলেন ভুবন। এটি চালানো শেখার সময় হঠাৎ একটি দেয়ালের সঙ্গে ধাক্কা লাগে গাড়িটির। এতে ভুবন বাদ্যকরের বুকে এবং মুখে আঘাত লেগেছে।

সম্প্রতি বাদাম বিক্রি ছেড়ে এবার গানেই মনোনিবেশ করবেন বলে জানান ভুবন। এর মধ্যেই বোলপুরে বাদাম গানের কপিরাইট কেনা গোধূলি বেলা মিউজিক সংস্থার পক্ষ থেকে তার হাতে দেড় লাখ টাকার চেক তুলে দেয়া হয়। সংস্থার পক্ষ থেকে বলা হয়েছে,পরবর্তীতে আরও দেড় লাখ টাকা টাকা তুলে দেয়া হবে তার হাতে।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ