নিজস্ব প্রতিনিধি || গাজীপুরের কাশিমপুর কারাগারে নাইজেরিয়ার তরুণীর মৃত্যু
গাজীপুরের কাশিমপুর (মহিলা) কেন্দ্রীয় কারাগারে নাইজেরিয়ার বন্দী চিদিম্মা আবেলফ (২৬) নামের এক তরুণীর মৃত্যু হয়েছে। আজ শুক্রবার বেলা সাড়ে তিনটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
চিদিম্মা নারায়ণগঞ্জের রূপগঞ্জে বসবাস করতেন। তাঁর হাজতি নম্বর ১৫৮/২২।
এ বিষয়ে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার হালিমা খাতুন বলেন, নাইজেরিয়ার ওই তরুণীর বিরুদ্ধে দক্ষিণখান থানায় মামলা হয়েছিল। তাতে অন্য ধারার সঙ্গে ডিজিটাল নিরাপত্তা আইনের ধারাও রুজু ছিল। ঐ মামলায় কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে তিনি বন্দী ছিলেন।
গত বুধবার তিনি কারাগারের ভেতর অসুস্থ হয়ে পড়েন। এ সময় তাঁকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে গতকাল বৃহস্পতিবার উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ বেলা সাড়ে তিনটার দিকে তিনি মারা যান। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনী এবং শাস্তিযোগ্য অপরাধ। রাজু ডিয়ান/ নরসিংদী জার্নাল