নোয়াখালী কবিরহাট উপজেলায় টাকা দিয়ে ধর্ষ.ণের চেষ্টায় ব্যর্থ হয়ে গাছের ফল জাম পেড়ে দেওয়ার প্রলো.ভন দেখিয়ে এক শিশুকে (৭) ধ.র্ষণ চেষ্টার অভি.যোগে এক যুবককে গ্রেফ.তার করে কারাগারে পাঠিয়েছে পুলিশ। এ ঘটনায় ভুক্তভোগী শিশুর মা বাদী হয়ে নারী ও শিশু
নির্যা.তন দমন আই.নে কবিরহাট থানায় গতকাল রাতে মামলা দায়ের করেন। গ্রেফ.তারকৃত টিপু সুলতান (১৬) উপজেলার চাপরাশিরহাট ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের চরগুল্লাখালী গ্রামের কালাগো বাড়ির বাবুলের ছেলে। গতকাল শনিবার বিকালের দিকে উপজেলার চাপরাশিরহাট ইউনিয়নের চরগুল্লাখালী গ্রামে এ ঘটনা ঘটে।আজ সকালে অভি.যুক্ত যুব.ককে আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানান ওসি।
স্থানীয় সূত্রে জানা যায়, বখাটে টিপু একই গ্রামের সাত বছর বয়সী এক শিশুকে প্রথমে টাকার লোভ দেখিয়ে ধ.র্ষণ করার চেষ্টা করে। এতে ব্য.র্থ হয়ে গাছ থেকে ফল কালো জাম পেড়ে দেওয়ার লোভ দেখিয়ে ঝোপঝাড়ে নিয়ে ফুসলিয়ে ধ.র্ষণের চেষ্টা চালায়।
ওই সময় ভুক্তভোগী শিশু শৌরচিৎকারে স্থানীয় লোকজন ধর্ষ.ণের চেষ্টাকারী যুবক.কে হাতে.নাতে আটক করে এবং শিশুটিকে উ.দ্ধার করে। পরে স্থানীয়রা বখাটে যুবককে আটক করে পুলিশে খবর দেয়।
এ বিষয়ে কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.রফিকুল ইসলাম বলেন,অভি.যোগের সুত্র ধরে পুলিশ অভিযুক্ত যুবককে আট.ক করে থানায় নিয়ে আসে। শনিবার রাতে এ ঘটনায় ভিকটিমের মা বাদী হয়ে নারী ও শিশু নির্যা.তন দমন আই.নে মা.মলা দায়ের করেন।ওই মাম লায় রোববার সকালে গ্রেফতা রকৃত আসামিকে নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়েছে.