শনিবার, ২৫ মার্চ ২০২৩, ১১:২৬ পূর্বাহ্ন

গরু পা’চার-কাণ্ডে ফের জে’রার স’ম্মুখীন দেব

প্রতিনিধির নাম / ১১৪ বার
আপডেট : শুক্রবার, ২৪ জুন, ২০২২

বিনোদন ডেস্ক ।। গরু পা’চার-কাণ্ডে ফের জে’রার স’ম্মুখীন দেব

টলিউড তারকা দেবকে পর্দায় পুলিশের সঙ্গে লুকোচুরি খেলতে দেখা গেছে বহুবার। তিনিও প্রশাসনের লোক হয়ে সিনেমায় হাজির হয়েছেন একাধিকবার। তবে এবার বাস্তবে প্রশাসনের জেরার সম্মুখীন হতে হলো এই নায়ককে।

ভারতের সেন্ট্রাল ব্যুরো অব ইনভেস্টিগেশন (সিবিআই) থেকে তলব করা হয়েছিল দেবকে। এ সময় গরু পাচারের এক মামলায় টানা পাঁচ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয় তাকে।

এ প্রসঙ্গে ভারতীয় সংবাদমাধ্যম জানায়, গত মঙ্গলবার নয়াদিল্লিতে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) সামনে হাজির হন দেব। এ সময় গরু পাচার কাণ্ডের আর্থিক লেনদেনের বিষয়ে তাকে টানা পাঁচ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয়।

জিজ্ঞাসাবাদের পর দেব গণমাধ্যমকে বলেন, ‘আমি বেশি কিছু বলতে পারব না। একজন ব্যক্তিকে চিনি কি না সেই বিষয়ে জানতে চাওয়া হয়েছিল। কিন্তু অভিযুক্ত এনামুল হককে চিনি না। মনে হয় আমাকে আর ডাকবে না।’

জানা যায়, ২০১৭-১৮ সালের দিকে এনামুল হকের নিকট থেকে ঘড়ি ও লক্ষাধিক নগদ অর্থসহ বেশকিছু উপহার নেন দেব। তথ্যটি সিবিআইকে জানিয়েছেন এনামুল নিজেই।

সেই সূত্রেই কেন্দ্রীয় অনুসন্ধান সংস্থা (সিবিআই) থেকে তলব করা হয়েছিল টলিপাড়ার সুপারস্টার ও পশ্চিমবঙ্গের সাংসদ দেবকে।

প্রসঙ্গত চলতি বছরের ফেব্রুয়ারিতেও একই বিষয়ে আরও একবার জেরার সম্মুখীন হতে হয়েছিল এই অভিনেতাকে।

এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ন বেআইনী এবং শাস্তিযোগ্য অপরাধ তাসরিফ/নরসিংদী জার্নাল

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ