মঙ্গলবার, ০৩ অক্টোবর ২০২৩, ০৫:১১ অপরাহ্ন

গরুকে গোসল করাতে গিয়ে কিশোরের প্রাণহানি

প্রতিনিধির নাম / ৮৭ বার
আপডেট : রবিবার, ১০ জুলাই, ২০২২

ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি।। গরুকে গোসল করাতে গিয়ে কিশোরের প্রাণহানি

ব্রাহ্মণবাড়িয়ায় কোরবানির গরুকে গোসল করাতে নিয়ে গিয়ে খালের পানিতে ডুবে নাবিল রহমান (১৩) নামে এক কিশোরের মৃ’ত্যু হয়েছে।

আজ রোববার (১০ জুলাই) দুপুর ১২টার দিকে জেলা শহরের কাউতলি এলাকার কুরুলিয়া খাল (এন্ডারসন খাল) থেকে ওই কিশোরের মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

নাবিল কাউতলি এলাকার মৃত হাফিজুর রহমানের ছেলে। সে স্থানীয় এক স্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল।
শিশুর স্বজন ও স্থানীয়রা জানান, সকালে নাবিল তাদের কোরবানির গরুকে কুরুলিয়া খালে গোসল করাতে নিয়ে যায়। গরুর গোসল করানো শেষে সে নিজে গোসলের জন্য খালে নামে।

এ সময় পানির স্রোতে তলিয়ে যায় সে। পরে দীর্ঘক্ষণ খোঁজাখুঁজি শেষে দুপুরে তার মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরিরা।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমরানুল ইসলাম জানান, মৃ’তের পরিবারের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ন বেআইনী এবং শাস্তিযোগ্য অপরাধ তাসরিফ/নরসিংদী জার্নাল

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ