শনিবার, ০৩ জুন ২০২৩, ০২:০৬ পূর্বাহ্ন

খুলনায় ভু’য়া চিকিৎসক গ্রে’প্তার

প্রতিনিধির নাম / ৭৭ বার
আপডেট : মঙ্গলবার, ৫ জুলাই, ২০২২

খুলনা নিজস্ব প্রতিবেদ।। খুলনায় ভু’য়া চিকিৎসক গ্রে’প্তার

খুলনায় মোবারক হোসাইন নামে এক ভুয়া চিকিৎসককে গ্রেপ্তার করছে র‌্যাব-৬। সোমবার (০৪ জুলাই) সন্ধ্যা পৌনে ৭টার দিকে কয়রা উপজেলার অর্জুনপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

আজ সোমবার রাতে র‌্যাবের সদর দপ্তরের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, র‌্যাব-৬ এর একটি অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, খুলনার কয়রা থানার অর্জুনপুর এলাকায় এক ব্যক্তি দীর্ঘ দিন ধরে প্রতারণা করে রোগীদের কাছ থেকে মোটা অংকের টাকা হাতিয়ে নিচ্ছেন।

এ খবরের ভিত্তিতে র‌্যাব-৬ এর একটি অভিযানিক দল সোমবার সন্ধ্যা পৌনে ৬টার দিকে অভিযান চালিয়ে মো. মোবারক হোসাইনকে গ্রেপ্তার করে। এ সময় চিকিৎসাকাজে ব্যবহৃত বিভিন্ন মালামাল জব্দ করা হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, তার বিরুদ্ধে কয়রা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন, চুরি ও মারামারিসহ একাধিক মামলা রয়েছে। এছাড়া বরিশালে ভ্রাম্যমাণ আদালত তাকে ভূয়া ডাক্তার হিসেবে দণ্ডিত করেছিল।

এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ন বেআইনী এবং শাস্তিযোগ্য অপরাধ তাসরিফ/নরসিংদী জার্নাল

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ