শুক্রবার, ০২ জুন ২০২৩, ০৮:৪৫ অপরাহ্ন

খুলনায় প্লাষ্টিক বর্জ্য থেকে তরল জ্বালানী তৈরি হবেপরিবেশ দূষণকারী প্লাষ্টিক

প্রতিনিধির নাম / ৪৫ বার
আপডেট : রবিবার, ৩ জুলাই, ২০২২

খুলনা জেলা প্রতিনিধি।। খুলনায় প্লাষ্টিক বর্জ্য থেকে তরল জ্বালানী তৈরি হবেপরিবেশ দূষণকারী প্লাষ্টিক

বর্জ্যকে সম্পদে রূপান্তরিত করার উদ্যোগ নিয়েছে খুলনা সিটি কর্পোরেশন (কেসিসি)। প্রতিদিন প্লাষ্টিক বর্জ্য থেকে ৫শ’ কেজি তরল জ্বালানী উৎপাদন করবে তারা।

পরিবেশ অধিদফতরের ‘থ্রি-আর (রিডিউস, রিইউজ ও রিসাইকেল) পাইলট উদ্যোগ বাস্তবায়ন (ফেজ-১)’ প্রকল্পের মাধ্যমে এ কাজ করবে কেসিসি।

জানা গেছে, খুলনা সিটি কর্পোরেশন নগর সংলগ্ন বটিয়াঘাটার মাথাভাঙ্গা এলাকায় কম্পোস্ট প্লান্ট নির্মাণের উদ্যোগ হাত নিয়েছে

পরিবেশ অধিদফতরের ‘থ্রি-আর পাইলট উদ্যোগ বাস্তবায়ন (ফেজ-১)’ শীর্ষক প্রকল্পের আওতায় ২ একর জায়গার ওপর ৫ দশমিক ২৫ কোটি টাকা ব্যয়ে প্রকল্পটি বাস্তবায়ন করা হবে।

প্রকল্প সংশ্লিষ্টরা বলছেন, এটি বাস্তবায়িত হলে বর্জ্য থেকে প্রতিদিন ২০ টন সার উৎপাদন করবে। একই সাথে প্লাস্টিক বর্জ্য থেকে প্রতিদিন ৫শ’ কেজি তরল জ্বালানী তৈরী হবে। এছাড়া এ প্লান্টের মাধ্যমে দূষিত পানি পরিশোধন করে সার উৎপাদনে ব্যবহার করা হবে।

প্রকল্পের সহাকারি প্রকল্প পরিচালক (ডিপিডি) ও কেসিসি’র প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা প্রকৌশলী মো. আব্দুল আজিজ জানান, খুলনা সিটির ২২, ২৭, ২৮, ২৯, ৩০ এবং ৩১ নম্বর ওয়ার্ড থেকে অর্থাৎ মাথাভাঙ্গায় যে প্লান্টটি নির্মাণ করা হচ্ছে তার পার্শ্ববর্তী এলাকা বা ওয়ার্ড থেকে প্রতিদিন ৩০ থেকে ৩৫ টন বর্জ্য সংগ্রহ করা হবে।

এই বর্জ্য থেকে প্লাস্টিক এবং অন্য বর্জ্য আলাদা করা হবে। প্লান্টে ১০টি চেম্বার থাকবে। এই চেম্বারগুলোতে সাধারণ বর্জ্য দেওয়া হবে। যা সার তৈরি হবে।

আর প্লাষ্টিক বর্জ্যগুলো পাইরোলাইসিস মেশিনের দেওয়া হবে। সেখান থেকে তরল জ্বালানী তৈরি হবে। প্রকল্পটি চলতি বছরের অর্থাৎ ২০২২ সালের জানুয়ারিতে শুরু হয়েছে।

অবকাঠামো নির্মাণসহ জাবতীয় কাজ ২০২৩ সালের জানুয়ারি এর মধ্যে শেষ হবে। তারপরই আমরা উৎপাদনে যাব।

রোববার (৩ জুলাই) দুপুরে কম্পোস্ট প্লান্ট ও প্লাস্টিক বর্জ্য হতে তরল জ্বালানী উৎপাদন প্লান্ট নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়। সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

পরিবেশ অধিদফতরের মহাপরিচালক ড. আব্দুল হামিদ-এর সভাপতিত্বে ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কেসিসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা লস্কার তাজুল ইসলাম এবং স্বাগত বক্তৃতা করেন কেসিসি’র প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা প্রকৌশলী মো: আব্দুল আজিজ। এসময় উপস্থিত ছিলেন খুলনা পরিবেশ অধিদফতরের পরিচালক (উপসচিব) মো. ইকবাল হোসেন।

এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ন বেআইনী এবং শাস্তিযোগ্য অপরাধ তাসরিফ/নরসিংদী জার্নাল

 

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ