শুক্রবার, ০১ ডিসেম্বর ২০২৩, ০৫:২৯ পূর্বাহ্ন

খাতুনগঞ্জে তেলের মার্কেটে সাঁটার নামিয়ে পালালেন দোকানিরা

নিউজ ডেস্ক,নরসিংদী জার্নাল / ১০৫ বার
আপডেট : বুধবার, ৬ এপ্রিল, ২০২২

নিউজ ডেস্ক,নরসিংদী জার্নাল।। খাতুনগঞ্জে তেলের মার্কেটে সাঁটার নামিয়ে পালালেন দোকানিরা।

দেশে ভোগ্যপণ্যের অন্যতম বৃহত্তম পাইকারি বাজার খাতুনগঞ্জে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। অভিযানে দুই প্রতিষ্ঠানকে ৮০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া ভোজ্যতেলের সোনা মিয়া মার্কেটে অভিযানে গেলে বেশিরভাগ ব্যবসায়ী দোকান বন্ধ করে পালিয়ে যান।

আজ বুধবার (৬ এপ্রিল) দুপুরে অভিযানে নামে অধিদফতরের কর্মকর্তারা।

অভিযানে পণ্যের মূল্য তালিকা প্রদর্শন না করা ও বেশি দামে সয়াবিন তেল বিক্রির অভিযোগে দুই প্রতিষ্ঠানকে ৮০ হাজার টাকা জরিমানা করা হয়।

এর মধ্যে বেশি দামে সয়াবিন তেল বিক্রির অভিযোগে মেসার্স মক্কা স্টোরকে ৫০ হাজার এবং মূল্য তালিকা প্রদর্শন না করায় মেসার্স এম কে স্টোরকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। পরে খাতুনগঞ্জের সোনা মিয়া মার্কেটে অভিযানে গেলে বেশিরভাগ ব্যবসায়ী দোকান বন্ধ করে পালিয়ে যায়। মার্কেটটি ভোজ্যতেলের ডিও ব্যবসায়ীদের সবচেয়ে বড় মার্কেট। শেষ খবর পাওয়া পর্যন্ত অভিযান চলছে।

অধিদফতরের সহকারী পরিচালক আনিছুর রহমান জানান, প্রতিবারই খাতুনগঞ্জে অভিযানে এলে ব্যবসায়ীরা দোকান বন্ধ করে পালিয়ে যান। আজকেও সোনা মিয়া মার্কেটে যাওয়ার সময় দেখি বেশিরভাগ ব্যবসায়ী দোকান বন্ধ করে চলে গেছে। এখন তাদের নোটিশ করা হবে বলেও জানান তিনি।

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ। তাসরিফ/ নরসিংদী জার্নাল

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ