বুধবার, ০৪ অক্টোবর ২০২৩, ০৭:০৮ অপরাহ্ন

খাগড়াছড়িতে বিজিবির বৃক্ষরোপণ

প্রতিনিধির নাম / ৯৫ বার
আপডেট : বৃহস্পতিবার, ৭ জুলাই, ২০২২

দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে বৃক্ষরোপণ সপ্তাহ পালন করছে বিজিবির খেদাছড়া ব্যাটালিয়ন।

‘সবুজ সীমান্ত’ স্লোগানকে সামনে রেখে বৃহস্পতিবার (৭ জুলাই) বিজিবির জোন সদর দপ্তরে গাছের চারা রোপণের মাধ্যমে এ কর্মসূচির উদ্বোধন করেন ৪০ বিজিবির জোন অধিনায়ক লে. কর্নেল সোহেল আহমেদ।

এ সময় পলাশপুর জোনের উপ-অধিনায়ক মেজর খসরু রায়হান, ভারপ্রাপ্ত অ্যাডজুটেন্ট মোহা. দেলোয়ার হোসাইনসহ বিভিন্ন পদবির কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে ব্যাটালিয়ন সদর দপ্তর ও বিওপিগুলোতে বিভিন্ন প্রজাতির কয়েক হাজার ফলদ, বনজ, ঔষধি গাছের চারা রোপণ করা হবে জানিয়ে লে. কর্নেল সোহেল আহমেদ বলেন, বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশ রক্ষায় বিজিবি সবসময়ই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে, যা এ বছরও অব্যাহত আছে।

বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন শেষে পলাশপুর জোনের আওতাধীন বিভিন্ন এলাকায় প্রায় চার হাজার ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করেন বিজিবির এ কর্মকর্তা।

 

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ