শনিবার, ০৯ ডিসেম্বর ২০২৩, ০৫:১৭ অপরাহ্ন

খাগড়াছড়িতে জোড়া খু’নের আসামী সিআইডির হাতে গ্রেফতার

খাগড়াছড়ি প্রতিনিধি, নরসিংদী খবর / ২২৪ বার
আপডেট : মঙ্গলবার, ১১ জানুয়ারী, ২০২২
khagrachuri_news

খাগড়াছড়ি প্রতিনিধি, নরসিংদী খবর: বাংলাদেশ পুলিশের ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট (সিআইডি) গ্রেফতার করেছে খাগড়াছড়ির রামগড়ে জোড়া খু’নের মামলার আসামী সোলেমান হোসেনকে।

আজ মঙ্গলবার ১১ জানুয়ারী সকালে সিআইডির কার্যালয়ে সংবাদ সম্মলনে অতিরিক্ত পুলিশ সুপার মুক্তাধর জানান, আসামী সোলেমান হোসেন (২৯) কে গতকাল গ্রেফতার করেছে হবিগঞ্জের চুনারুঘাট এলাকা থেকে। বিবাহ বহির্ভূত সম্পর্কে বাঁধা দেয়ার স্ত্রী খালেদা আক্তার পিংকি ও তাদের ৪ মাস বয়সি শি’শু সন্তানকে ধা’রা’লো দা দিয়ে গলা’কে’টে হ’ত্যার কথা প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে সে।

জানা যায়, গত ৩ জানুয়ারী রামগড় উপজেলার ২নং পাতাছড়া ইউনিয়নের মধুপুর গ্রামে তালাবদ্ধ ঘরের বিছানা থেকে স্ত্রী ও শি’শু সন্তানের গ’লা কা’টা অ’র্ধগ’লিত দুটি লা’শ উদ্ধার করে পুলিশ। ঘটনার পর থেকে স্বামী সোলেমান হোসেন পলাতক ছিলেন। গ্রেফতারকৃত সোলেমান হোসেন পেশায় একজন রাজ মিস্ত্রী। সে পাতাছড়া ইউনিয়নের মধুপুর এলাকার মোহাম্মদ জাহের মিয়ার ছেলে। নিহত খালেদা আক্তার পিংকি (২৫) একই এলাকার আব্দুল খালেক দুলালের মেয়ে ও নি’হ’তের ৪ মাসের শি’শু কন্যা।

রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শামসুজ্জামান আসামীকে গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে নরসিংদী খবরকে বলেন, গত ৩১ ডিসেম্বর রাতে আসামী সোলেমান স্ত্রী ও সন্তানকে হ’ত্যা করে কম্বল মোড়িয়ে ঘরে তালা দিয়ে পালিয়ে যায় পরে স্বজনদের নিকট খবর পেয়ে ৩ জানুয়ারী লা’শ উদ্ধার করা হয়। এ ঘটনায় নিহতের পিতা বাদী হয়ে মামলা দায়ের করলে মামলাটি সিআইডির নিকট হস্তান্তর করা হয়। আসামীকে খাগড়াছড়ি আদালতে সোপর্দ করা হবে বলে তিনি জানান।

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ। হিমেল/ নরসিংদী খবর

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ