বুধবার, ০৪ অক্টোবর ২০২৩, ০৭:২১ অপরাহ্ন

  কয়েকদিনের ব্যবধানে করাচিতে আরেক ভারতীয় বিমানের জরুরি অবতরণ

প্রতিনিধির নাম / ৮২ বার
আপডেট : রবিবার, ১৭ জুলাই, ২০২২

আন্তর্জাতিক ডেস্ক।।  কয়েকদিনের ব্যবধানে করাচিতে আরেক ভারতীয় বিমানের জরুরি অবতরণ

সম্প্রতি ত্রুটির কারণে পাকিস্তানের করাচিতে জরুরি অবতরণ করেছিল ভারতের স্পাইসজেটের একটি বিমান। দুই সপ্তাহের মধ্যে আবারও আরেকটি ভারতীয় বিমান করাচিতে জরুরি অবতরণ করেছে। এবারের বিমানটি ছিল ভারতীয় বিমান সংস্থা ইন্ডিগোর।

হিন্দুস্তান টাইমসের খবরে বলা হয়েছে, রোববার সকালে বিমানটি শারজাহ থেকে হায়দরাবাদ আসছিল। যাত্রাপথে বিমানে যান্ত্রিক ত্রুটি দেখা দেয় সেই সময় বিমানের পাইলট করাচিতে অবতরণ করার সিদ্ধান্ত নেন।

এরপর ইন্ডিগো করাচিতে আরেকটি বিমান পাঠাচ্ছে। যাত্রীদের সেই বিমানে করেই হায়দরাবাদে নেয়া হবে।খবরে বলা হয়েছে, এয়ারবাস এ ৩২০ মডেলের ইন্ডিগোরের বিমানটিতে ১২৫ জন যাত্রী ছিলেন। তারা সবাই নিরাপদে আছেন।

বিমান সংস্থা এক বিবৃতিতে জানিয়েছে, ‘ইন্ডিগোর ফ্লাইট সিক্সই-১৪০৬ শারজাহ থেকে হায়দরাবাদ যাচ্ছিল। পাইলট যান্ত্রিক ত্রুটি লক্ষ্য করেন।

এর জেরেই প্রয়োজনীয় পদ্ধতি অনুসরণ করা হয় এবং সতর্কতা হিসেবে বিমানটিকে করাচির দিকে ঘুরিয়ে দেওয়া হয়। যাত্রীদের হায়দরাবাদে নিয়ে যাওয়ার জন্য করাচিতে একটি অতিরিক্ত ফ্লাইট পাঠানো হচ্ছ।উল্লেখ্য, এই নিয়ে কয়েকদিনের ব্যবধানে দ্বিতীয় ভারতীয় বিমান করাচিতে অবতরণ করতে বাধ্য হল।

এর আগে গত ৫ জুলাই দিল্লি থেকে উড়ে যাওয়া দুবাইগামী একটি স্পাইসজেটের বিমান করাচিতে অবতরণ করেছিল। সম্প্রতি বেশ কয়েকটি যান্ত্রিক ত্রুটির ঘটনা ঘটে স্পাইসজেটের বিমানে। সাম্প্রতিককালে ইন্ডিগোর বিমানেও বেশ কয়েকবার যান্ত্রিক গোলযোগ দেখা গিয়েছে। যার জেরে বিপাকে পড়তে হয়েছে যাত্রীদের।

গত ১ জুলাই কলকাতা থেকে রায়পুরগামী বিমানে গোলযোগ দেখা গিয়েছিল। বিমানটির ইঞ্জিনে যান্ত্রিক গোলযোগ দেখা দেয়। বিষয়টি পাইলটের নজরে এলে তিনি বিমান ওড়াননি।

এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ন বেআইনী এবং শাস্তিযোগ্য অপরাধ তাসরিফ/নরসিংদী জার্নাল

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ