২১৫ রান তাড়া করতে নেমে ৪৫ রানে ৬ উইকেট নেই। অতীতে এমন পরিস্থিতি থেকে বাংলাদেশ এক শ রানও তুলতে পারেনি। শেষ দিকে কেউ দাঁড়িয়ে গেলেও জয়ের পথ থেকে ছিটকে পড়তে হয়েছে।
আফিফ হোসেন ও মিরাজের অবিস্মরণীয় জুটিতে আজ তেমনই এক জয় ধরা দিল বাংলাদেশ ক্রিকেটে। এ জয়ের পেছনে মিরাজ জানালেন, বিশ্বাসের কথা। যেকোনো পরিস্থিতিতে জয়ের যে বিশ্বাসটুকু বাংলাদেশ ক্রিকেটে খুব বেশি দেখা যায় না।
‘বিশ্বাসটা খুব গুরুত্বপূর্ণ, আমরা যদি বিশ্বাস করতে পারি, এ ম্যাচ জেতাতে পারি, তাহলে আমরা জিতব’-ম্যাচসেরার পুরস্কার হাতে এসব কথা বলেন মিরাজ।
ম্যাচসেরা হওয়ার পর মিরাজ বললেন, ‘সত্যি কথা বলতে আমি আত্মবিশ্বাসী ছিলাম। আফিফের সঙ্গে কথা বলেছি উইকেটে, এ ম্যাচ আমরা দুজনে জেতাতে পারি। তবে বিশ্বাসটা খুব গুরুত্বপূর্ণ ছিল। আমরা যদি বিশ্বাস করতে পারি, এ ম্যাচ জেতাতে পারব, তাহলেই আমরা জিতব। মানুষ পারে না, এমন কোনো জিনিস নেই, খালি দরকার বিশ্বাসটা। বিশ্বাস ছিল পারব। দর্শকেরা অনেক সমর্থন করেছে।’
১৭৪ রানের জুটি গড়ার পথে ব্যাটিংয়ের কৌশলটাও জানালেন মিরাজ। উইকেটে থাকতে আফিফের সঙ্গে প্রচুর কথা বলেছেন এই স্পিন অলরাউন্ডার।
তখন আফিফ তাকে বলেছেন, ‘চিন্তা করার দরকার নেই যে অনেক রান দরকার। আমরা শুধু ওভার ধরে ধরে ব্যাটিং করি। একটা ওভার, একটা রান, দুটো রান, এভাবে করে করে এগোলে হয়তো ম্যাচটা আমরা জিততে পারব কিংবা পারব না, সেটা পরের কথা।
কিন্তু দলকে আমরা একটা জায়গায় নিয়ে যেতে পারব।’ আফিফের পরামর্শে এই কৌশলে ব্যাট করে জয় এনে দেওয়ার পর মিরাজ বললেন, ‘ও অসাধারণ ব্যাট করেছে। সত্যি কথা বলতে ওর ব্যাটিং দেখে আমার আত্মবিশ্বাস বেড়েছে। আমি প্রথম দিকে একটু নার্ভাস ছিলাম। তবে ও আমায় একটা কথা বলেছে যে মিরাজ ভাই, আমরা ক্রিকেট বল টু বল খেলি, যা হবে পরে দেখা যাবে।’