আন্তর্জাতিক ডেস্ক।। ক্যা’নসারের নামে টাকা তুলে বিদেশ ভ্রমণ-জু’য়ার আসরে নারী!
ক্যা’নসারের কথা বলে ৪৩ লাখ টাকা জোগাড় করেছিলেন ইংল্যান্ডের এক নারী। এই টাকা দিয়ে তিনি বিদেশ ভ্রমণ করতেন। এমনকি সাহায্যের টাকা তিনি উড়াতেন জুয়ার আসরে। তবে শেষ পর্যন্ত পুলিমের জালে আটকা পড়েছেন নিকোল এলকাব্বাস নামের ওই নারী। আদালত তাকে পাঠিয়েছেে লাল দালানে।
অনলাইন প্ল্যাটফর্মগুলোতে ‘ক্রাউডসোর্সিং’ এর চল বেশ বেড়েছে। অনেকেই ‘ক্রাউডসোর্সিং’ প্ল্যাটফর্মগুলোতে নিজেদের নাম নথিভুক্ত করতে শুরু করেছেন। কোনো ব্যক্তি অসুস্থ হলে চিকিৎসার টাকা জোগাতে না পারলে এই ‘ক্রাউডসোর্সিং’ প্ল্যাটফর্মগুলো তাদের সাহায্য করে। ‘ক্রাউডসোর্সিং’ প্ল্যাটফর্মগুলোর দৌলতে অনেক মানুষ কঠিন রোগের কবল থেকে বেরিয়ে আসতে পারেন।
তবে এমন প্ল্যাটফর্মগুলিতে অসৎ লোকেদেরও কমতি নেই। সাহায্যের নামে জাল কাগজপত্র ও প্রেসক্রিপশন দেখিয়ে টাকা হাতিয়েছেন— এমন উদাহরণও প্রচুর।
সম্প্রতি নিকোল এলকাব্বাস নামে বছর ৪৪ বছরের এই ব্রিটিশ নারীও একই কাজ করেছেন। খবর ডেইলি মেইলের
ইংল্যান্ডের কেন্টের বাসিন্দা নিকোল এক ‘ক্রাউডসোর্সিং’ ওয়েবসাইটে নিজের ভুয়ো অ্যাকাউন্ট খোলেন। সেখানে নিকোল জানান তিনি ডিম্বাশয়ের ক্যানসারে আক্রন্ত এবং চিকিৎসা করাতে তাকে স্পেনে যেতে হবে।
শারীরিক অসুস্থতার ভান করে ‘গো ফান্ড মি’ নামক ওয়েবসাইট থেকে ৪৩ লক্ষ টাকা আদায় করেন সেই মহিলা। তার চিকিৎসার জন্য প্রায় ৭০০ জন তাকে আর্থিক সাহায্য করেন। তবে পরবর্তীতে জানা যায়, সেই টাকা নিয়ে তিনি বিদেশে ঘুরতে গিয়েছেন, জুয়া খেলেছেন, এমনকি, কেনাকাটাও করেছেন!
‘গো ফান্ড মি’ সংস্থার তরফে মহিলার বিরুদ্ধে প্রতারণার অভিযোগ দায়ের করা হয়। আদালতে ওই মহিলা জানান, ইতোমধ্যেই নাকি তার তিনবার অস্ত্রোপচার হয়েছে, তার কেমোথেরাপিও শুরু হয়েছে।
তবে তদন্তে নেমে পুলিশ জানতে পারে পুরো ঘটনাটিই সাজানো। নিকোল এলকাব্বাস নামে কোনো মহিলাই সম্প্রতি ক্যানসারের চিকিৎসার জন্য স্পেনের কোনো হাসপাতালে ভর্তি হননি।নিকোল আদালতে দোষী প্রমাণিত হয়েছেন। আদালত তাকে ২ বছর ৯ মাসের কারাদণ্ড দিয়েছেন।
এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ন বেআইনী এবং শাস্তিযোগ্য অপরাধ তাসরিফ/নরসিংদী জার্নাল