ছবি সংগ্রহীত
বালুবাহী ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা অপর একটি ট্রাককে ধাক্কা দেয়।
বালুবাহী ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা অপর একটি ট্রাককে ধাক্কা দেয়।
কুড়িগ্রাম জেলা শহরের জিয়া বাজার এলাকায় বালু বোঝাই ট্রাকের চাপায় মরিচবাহী অপর একটি ট্রাকের হেলপার আলম মিয়া (৫০) নিহত হয়েছেন। এ সময় বালুবাহী ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা আরেকটি
ট্রাককে ধাক্কা দিলে চালক জুয়েল (৩৫) গুরুতর আহত হন। পুলিশ এবং ফায়ার সার্ভিসের দল আহত চালককে উদ্ধার করে জেনারেল হাসপাতালে ভর্তি করেছেন। শনিবার ভোর সাড়ে ৪টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
সদর থানার এসআই মিতু আহমেদ জানান, পাবনা জেলার নগরবাড়ী থেকে আসা একটি ট্রাক থেকে জিয়া বাজারের সামনে মরিচ আনলোড করা হচ্ছিল। পাশে দাঁড়িয়ে ছিলেন ওই ট্রাকের হেলপার আলম মিয়া। এ সময় বালু বোঝাই একটি ট্রাক (ঢাকা মেট্রো-১৫-৮৬৭৭) চিলমারী থেকে নাগেশ্বরীর দিকে যাচ্ছিল।
এই ট্রাকটি জিয়া বাজার অতিক্রম করার সময় মরিচ আনলোডকারী ট্রাকের হেলপার আলম মিয়াকে চাপা দিলে তিনি গুরুতর আহত হন। তাকে দ্রুত জেনারেল হাসপাতালে নিয়ে ভর্তি করানোর কিছুক্ষণ পর তার মৃত্যু হয়।
নিহত আলম মিয়া লালমনিরহাট জেলার পাটগ্রাম এলাকার লুৎফর রহমান রহমানের ছেলে বলে জানা গেছে।
এদিকে আলম মিয়াকে চাপা দেওয়ার পর বালুবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা অপর একটি ট্রাককে ধাক্কা দিলে এর সামনের দিক দুমড়ে-মুচড়ে যায়।
এতে চালক জুয়েল মিয়া ভিতরে আটকা পড়ে গুরুতর আহত হন। এ অবস্থায় পুলিশ এবং ফায়ার সার্ভিসের দল গিয়ে তাকে উদ্ধার করে জেনারেল হাসপাতালে ভর্তি করেছে।
হাসপাতালে ভর্তি বালুবাহী ট্রাক চালক জুয়েল মিয়া পাবনা জেলার নগরবাড়ী এলাকার দবির হোসেনের ছেলে বলে জানা গেছে।
এ প্রসঙ্গে সদর থানার ওসি খান মো. শাহরিয়ার জানান, এসআই জাহিদ হাসান হাসপাতালের মরিচুয়ারীতে নিহত হেলপার আলম মিয়ার লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করেছেন।
এ ঘটনাকে কেন্দ্র করে অন্যান্য আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। এছাড়া ঘাতক ট্রাকটিকে জব্দ করা হয়েছে।
সূত্র সময়কাল