ছবি সংগ্রহীত
কুমিল্লা মহানগর বিএনপির আহ্বায়ক পদ থেকে পদত্যাগ আমিরের আমিরুজ্জামান আমির
ত্যাগী নেতাকর্মীদের যথাযথ মূল্যায়ন না করায় সদ্যঘোষিত কুমিল্লা মহানগর বিএনপির আহ্বায়ক পদ থেকে পদত্যাগ করেছেন আমিরুজ্জামান আমির।
সোমবার (৩০ মে) রাত সাড়ে ১১টায় কুমিল্লা নগরীর ধর্মসাগর পাড়ে জেলা ও মহানগর কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ পদত্যাগের ঘোষণা দেন।
এর আগে সন্ধ্যায় বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বার্তায় কুমিল্লা দক্ষিণ জেলা, উত্তর জেলা ও মহানগর শাখার আহ্বায়ক কমিটির অনুমোদন দেওয়া হয়।
সংবাদ সম্মেলনে আমিরুজ্জামান আমির বলেন, বিগত সময়ে সরকারের সঙ্গে আঁতাঁত করে যারা সুযোগ সুবিধা নিয়েছে ও সরকারি দলের এমপিরা ডিও লেটারে মামলা থেকে রেহাই পেয়েছেন এমন ব্যক্তিকে কমিটিতে সদস্য সচিব করা হয়েছে।
এদিকে কুমিল্লা জেলা বিএনপির সচিব ঘোষিত হওয়ায় ইউসুফ মোল্লা টিপুর সমর্থনে নগরীতে আনন্দ মিছিল করেন নেতাকর্মীরা
আরও পড়ুন ??
কুমিল্লায় বিএনপির জেলা কমিটি বিলুপ্ত
কুমিল্লায় বিএনপির জেলা কমিটি বিলুপ্ত প্রতীকী ছবি
মেয়াদোত্তীর্ণ হওয়ায় কুমিল্লা উত্তর ও দক্ষিণ জেলা বিএনপির দুটি কমিটি বিলুপ্ত করে আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। এছাড়াও নতুন করে এই প্রথম কুমিল্লা মহানগর বিএনপির আহ্বায়ক কমিটি গঠন করা হয়।
সোমবার (৩০ মে) দলের কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত পৃথক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে।
দলীয় সূত্রে জানা গেছে, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির মেয়াদোত্তীর্ণ কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। এতে আহ্বায়ক করা হয়েছে বিলুপ্ত কমিটির সাধারণ সম্পাদক হাজী আমিন উর রশিদ ইয়াছিন ও সদস্য সচিব করা হয়েছে বিএনপি নেতা হাজী জসিম উদ্দিনকে।
অন্যদিকে কুমিল্লা উত্তর জেলা বিএনপির কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যের কমিটিতে আহ্বায়ক করা হয়েছে বিলুপ্ত কমিটির সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান ও সদস্য সচিব করা হয়েছে এএফএম তারেক মুন্সীকে।
এছাড়াও নব গঠিত কুমিল্লা মহানগর বিএনপির ৪৪ সদস্যের কমিটিতে আহ্বায়ক করা হয়েছে বিএনপি নেতা আমিরুজ্জামান আমির ও সদস্য সচিব করা হয়েছে মহানগর যুবদলের সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপুকে।
এ বিষয়ে কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া বলেন, কুমিল্লা উত্তর ও দক্ষিণ জেলা বিএনপির কমিটির মেয়াদ অনেক আগেই শেষ হয়ে গিয়েছিল।
এছাড়াও ২০১১ সালে মহানগরের যাত্রা শুরু হলেও আমরা কমিটি গঠন করতে পারেনি। দলের সাংগঠনিক কার্যক্রম আরও এগিয়ে নিতে তিনটি ইউনিটে আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। এগুলোতে শিগগিরই পুর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে।
সূত্র জাগো নিউজ