ছবি সংগ্রহীত
রেলের টিকেট কালোবাজারে বিক্রির সময় চট্টগ্রাম রেলওয়ে নিরাপত্তা বাহিনীর দুই সদস্যকে হাতেনাতে গ্রেপ্তার করেছে র্যাব।
রোববার (৩ জুলাই) সকাল সাড়ে ১১টায় চট্টগ্রাম রেলওয়ে স্টেশনস্থ জিআরপি থানার পাশে বাংলাদেশ রেলওয়ে শ্রমিক লীগ অফিসের সামনে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে র্যাব।
এসময় তাদের কাছ থেকে চট্টগ্রাম থেকে ঢাকাগামী বিভিন্ন ট্রেনের মোট ৯টি টিকেট এবং টিকেট বিক্রির মোট ১০ হাজার ৩২০ টাকা উদ্ধার করা হয়।
আটক রেলওয়ে নিরাপত্তা বাহিনীর দুই সদস্য হলেন- বাংলাদেশ রেলওয়ে নিরাপত্তা বাহিনীর পূর্বাঞ্চলের জেনারেল শাখার হাবিলদার মো. রবিউল হোসেন (৩৯) ও সিপাহী মো. ইমরান হোসেন (২৭)।
আরও পড়ুন: চাকরি বহালের দাবিতে অস্থায়ী কর্মচারীদের রেলপথ অবরোধ
সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, গ্রেপ্তার আসামিরা দীর্ঘদিন ধরে বর্ণিত স্থানে রেলওয়ে টিকেট উচ্চমূল্যে বিক্রয় করে আসছে।
আসামিদের ব্যাপারে পরবর্তী আইনি ব্যবস্থা নিতে তাদেরকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানিয়েছে র্যাব।
সূত্র ৭১