বিনোদন ডেস্ক ।। কারিনার ব’ক্তব্য মা হও’য়ার গু’ঞ্জনে
জনপ্রিয় বলিউড অভিনেত্রী কারিনা কাপুর। সম্প্রতি গু’ঞ্জন ওঠে, তৃতীয় বারের মতো মা হতে চলেছেন তিনি। অবশেষে এই জ’ল্পনার অবসান ঘটালেন এই নায়িকা।
আজ বুধবার (২০ জুলাই) মধ্য’রাতে ফটো ও ভিডিও শেয়ারিং সাইট ইনস্টা’গ্রাম স্টোরিতে এই অভিনেত্রী লিখেছেন, ‘পাস্তা আর ওয়াইন খাওয়ায় আমাকে ওরকম দেখাচ্ছিল। আপনারা শান্ত হোন। আমি অন্তঃসত্ত্বা নই। সাইফ বলেছে, দেশের জনসংখ্যা বৃদ্ধিতে এমনিতেই তার অনেক অবদান।’
সম্প্রতি ছুটি কাটাতে লন্ডনে গিয়েছিলেন কারিনা। সেখানে তার একটি ছবি নিয়ে ভক্তদের মাঝে কানাঘুষা শুরু হয়। ছবিতে এই অভিনেত্রীর পেট উঁচু দেখে অনেকেই ধারণা করছিলেন— ফের মা হচ্ছেন কারিনা। তবে তার এই বক্তব্যের আর ভক্তদের বুঝতে বাকি নেই যে, ছুটি কাটিয়ে ফের কাজ নিয়ে ব্যস্ত হচ্ছেন এই নায়িকা। মা হচ্ছেন না।
বেশ কয়েক বছর প্রেম করার পর ২০১২ সালে ১৬ অক্টোবর সাইফ আলীকে বিয়ে করেন কারিনা। ২০১৬ সালে তাদের বড় ছেলে তৈমুর আলী খানের জন্ম হয়। ২০২১ সালে জন্ম নেয় এই দম্পতির দ্বিতীয় সন্তান জাহাঙ্গীর আলী খান।
এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ন বেআইনী এবং শাস্তিযোগ্য অপরাধ তাসরিফ/নরসিংদী জার্নাল