নিজস্ব প্রতিবেদক, নরসিংদী খবর ||
দেশের প্রতিটি উপজেলায় কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান করা হচ্ছে উল্লেখ করে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, রূপকল্প ২০৪১ এর মাধ্যমে উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্য নির্ধারণ করেছে সরকার । এই সময়ের মধ্যে কারিগরি শিক্ষায় দেশের ৫০ শতাংশ শিক্ষার্থী ভর্তি (এনরোলমেন্ট) নিশ্চিত করার পদক্ষেপ নেওয়া হয়েছে। শিক্ষিত ডিগ্রিধারীদের কর্মসংস্থান নিশ্চিত করতেই হাতে নেওয়া হয়েছে এই কার্যক্রম।
মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) রাজধানীতে ‘ইউসেপ জার্নি : বঙ্গবন্ধু অ্যান্ড চেইনী’ শিরোনামে বেসরকারি সংস্থা ইউসেপ বাংলাদেশ আয়োজিত এক অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দিয়ে শিক্ষামন্ত্রী এ কথা বলেন।
অনুষ্ঠানে গেস্ট অফ অনার হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত নিউজিল্যান্ডের হাই কমিশনার ডেভিড পাইন।
ডা. দীপু মনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতা নেওয়ার আগে ২০০৯ সালে কারিগরিতে এনরোলমেন্ট ছিল মাত্র ১ শতাংশ। তিনি ক্ষমতায় আসার পর ২০২০ সালের মধ্যে ২০ শতাংশ নিশ্চিত করার টার্গেট নেওয়া হয়েছিল। তখন এটা অনেকেই উচ্চাভিলাষী মনে করেছিলেন। কিন্তু নির্ধারিত সময়ে এনরোলমেন্ট হয়েছে ১৭ শতাংশের বেশি। আমরা চাই ২০৪১ সালের মধ্যে কারিগরিতে ৫০ শতাংশ এনরোলমেন্ট করতে।
শিক্ষামন্ত্রী জানান, কর্মক্ষেত্রের পরিস্থিতি বিবেচনায় পুঁথিগত বিদ্যা ছেড়ে সরকার কর্মমুখী শিক্ষায় জোর দিচ্ছে। এজন্য পাঠ্যক্রমে প্রয়োজনীয় পরিবর্তন আনা হচ্ছে। পাশাপাশি কারিগরি শিক্ষায় জোর দেওয়া হচ্ছে। অনেকে মনে করেন কারিগরিতে কম মেধাবীরা পড়াশোনা করে। তাই মাইন্ডসেট পরিবর্তন ও কারিগরি শিক্ষায় শিক্ষার্থীদের আগ্রহ বাড়াতে ব্যাপক প্রচারণা চালানো হচ্ছে।
দীপু মনি বলেন, ১৯৭২ সাল থেকে কারিগরি শিক্ষার প্রসারে অসামান্য অবদানের জন্য ইউসেপ বাংলাদেশের প্রশংসা করেন। তিনি চতুর্থ শিল্প বিপ্লব এবং আইসিটি বিষয়ক পেশাগত দক্ষতা, উদ্যোক্তা উন্নয়ন এবং কোর্সের উপর বিভিন্ন প্রশিক্ষণ শুরু করার জন্য ইউসেপকে ধন্যবাদ জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সিনিয়র সচিব এন এম জিয়াউল আলম, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের যুগ্ম-সচিব ড. মো. রেজাউল মাকছুদ জাহেদী, ইউসেপ বোর্ড অফ গভর্নরস প্রাক্তন চেয়ারপারসন উবাইদুর রব ও আহমদুল্লাহ মিয়া এবং নিউজিল্যান্ড কনস্যুলেটের (বাংলাদেশ) অনারারি কনসাল নিয়াজ আহমেদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউসেপ বাংলাদেশের চেয়ারপারসন পারভীন মাহমুদ এফসিএ।
এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ । রিপু /নরসিংদী খবর