ড. কামাল হোসেন, আ স ম রব ও মাহমুদুর রহমান মান্নাকে ‘পথহারা পাখি’ বলে আখ্যায়িত করেছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক নৌ পরিবহন মন্ত্রী শাজাহান খান।
কামাল, রব, মান্নারা পথহারা পাখি: শাজাহান খান
১ মিনিটে পড়ুন
সোমবার (৩০ মে) সন্ধায় রংপুর নগরীর কারমাইকেল কলেজ কলেজিয়েট স্কুল প্রাঙ্গণে রংপুর মহানগর আওয়ামী লীগের তাজহাট থানা ইউনিটের প্রথম ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
শাজাহান খান বলেন, ‘ড. কামাল হোসেন, আ স ম রব, মাহমুদুর রহমান মান্নারা আজকে বিএনপি ও খালেদা জিয়ার জন্য মায়াকান্না করছেন, শেখ হাসিনা ও আওয়ামী লীগকে শেকড়সহ টেনে-হিঁচড়ে উপড়ে ফেলতে চাইছেন।’
তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ‘শেখ হাসিনা বা আওয়ামী লীগের শেকড় মাটিতে নয়, মানুষের হৃদয়ে গ্রথিত। উপড়ে ফেলা সহজ নয়।’ বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানকে অসংখ্য সেনাসদস্যের হত্যাকারী আখ্যায়িত করে আওয়ামী লীগের এই নেতা বলেন, ‘সন্ত্রাসের দিন আর নাই।
সন্ত্রাস দমনের দায়িত্ব আজ আওয়ামী লীগের হাতে।’ রংপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি সাফিউর রহমান সফির সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শফিউর রহমান।