নিজস্ব প্রতিবেদক, নরসিংদী খবর ||
দীর্ঘ বিরতির পর আবারও একসঙ্গে পর্দায় হাজির হচ্ছেন ‘পোড়ামন’খ্যাত জুটি সাইমন সাদিক ও মাহিয়া মাহি। এবার তাদের দেখা যাবে ‘লাইভ’ সিনেমায়। সত্য ঘটনা অবলম্বনে এটি নির্মাণ করেছেন শামীম আহমেদ রনি। আগমীকাল শুক্রবার দেশের প্রেক্ষাগৃহে সিনেমাটি মুক্তি পাচ্ছে।
এ নিয়ে গতকাল বুধবার রাতে রাজধানীর ইস্কাটনের এক রেস্তোরাঁয় সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন সিনেমার পরিচালক, নায়ক ও নায়িকাসহ শিল্পী সমিতির সভাপতি ইলিয়াস কাঞ্চন ও চিত্রনায়িকা নিপুণ আক্তার।
সেখানে ‘লাইভ’ সিনেমার পাশাপাশি চলচ্চিত্র ইন্ডাস্ট্রির নানা প্রসঙ্গে কথা বলেছেন নিপুণ। সেসব কথা তুলে ধরা হয়েছে দৈনিক আমাদের সময়’র ক্যামেরায়।
এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ । রিপু /নরসিংদী খবর