বুধবার, ০৬ ডিসেম্বর ২০২৩, ১১:৩৬ অপরাহ্ন

 কলম্বো নিয়ে যাবে শ্রীলঙ্কান এয়ারলাইন্স ৪০ হাজার টাকায়

নিজস্ব প্রতিবেদক,নরসিংদী জার্নাল / ১২৪ বার
আপডেট : রবিবার, ৩ এপ্রিল, ২০২২

নিজস্ব প্রতিবেদক,নরসিংদী জার্নাল কলম্বো নিয়ে যাবে শ্রীলঙ্কান এয়ারলাইন্স ৪০ হাজার টাকায়

বাংলাদেশি যাত্রীদের ৪০ হাজার ৬২৫ টাকায় শ্রীলঙ্কা ঘুরিয়ে আনবে দেশটির উড়োজাহাজ প্রতিষ্ঠান শ্রীলঙ্কান এয়ারলাইন্স।

রোববার (৩ এপ্রিল) যাত্রীদের উদ্দেশে এ ভাড়া ঘোষণা করা হয়। ৪০ হাজার ৬২৫ টাকায় একজন যাত্রী ঢাকা থেকে কলম্বো ও কলম্বো থেকে ঢাকায় আসার রিটার্ন টিকেট কাটতে পারবেন। তবে শ্রীলঙ্কার কোনো নাগরিক এ ভাড়ায় যাতায়াত করতে পারবে না।
শ্রীলঙ্কান এয়ারলাইন্স জানায়, এ বছরের মে মাসের ৩০ তারিখ পর্যন্ত যাত্রীরা ছাড়ে টিকেট বুকিং পারবেন। আর সেই টিকেট দিয়ে ভ্রমণ করা যাবে জুলাইয়ের ১ তারিখ পর্যন্ত।

বর্তমানে ঢাকা থেকে শ্রীলংকার কলম্বোতে সরাসরি ফ্লাইট পরিচালনা করছে শ্রীলঙ্কান এয়ারলাইন্স। এই রুটে প্রতিদিন একটি ফ্লাইট রয়েছে তাদের।

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ। তাসরিফ/ নরসিংদী জার্নাল

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ