ছবি সংগ্রহীত
করোনায় আক্রান্ত জো বাইডেন
মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।
বৃহস্পতিবার (২১ জুলাই) এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেন হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি ক্যারিন জিন-পিয়ের।
বিবৃতিতে বলা হয়, করোনা শনাক্ত হওয়া বাইডেনের মৃদু লক্ষণ আছে এবং তিনি প্যাক্সলোভিড নামে একটি অ্যান্টিভাইরাল ওষুধ সেবন করছেন।
এই বিবৃতিতে আরও বলা হয়েছে, ৭৯ বছর বয়সী বাইডেনকে হোয়াইট হাউসে আইসোলেশনে রাখা হয়েছে। তবে তিনি তার দায়িত্ব পালন অব্যাহত রাখবেন। কর্মীদের সঙ্গে তিনি যোগাযোগ অব্যাহত রাখবেন।
এছাড়াও পরিকল্পিত বৈঠকগুলোতেও তার অংশ নেওয়ার কথা রয়েছে বলেও জানানো হয় এই বিবৃতিতে।
মধ্যপ্রাচ্য সফর থেকে ফিরে আসার চারদিন পর প্রেসিডেন্ট বাইডেনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। মধ্যপ্রাচ্যে তিনি ইসরাইল, ফিলিস্তিন এবং সৌদি আরবের নেতাদের সঙ্গে সাক্ষাৎ করেন।
উল্লেখ্য, জো বাইডেন ২০২০ সালের ডিসেম্বরে এবং ২০২১ সালের জানুয়ারিতে ফাইজার-বাইয়োনটেকের কোভিড ভ্যাকসিন নেন। এরপর ২০২১ সালের সেপ্টেম্বরে এবং ২০২২ সালের মার্চে ফাইজারের বুস্টার ডোজ নেন তিনি।
সূত্র ৭১