ডেস্ক নিউজ, নরসিংদী জার্নাল || ‘ক’চি মে’য়ে চাই ফেসবুকে লাইভ ৮০ বছরের বৃদ্ধের, ভাইরাল ভিডিও!’
আ-জব এই দুনিয়া সোশ্যাল মিডিয়া। এখানে রাতারাতি ঘটে যেতে পারে এমন বেশ কিছু ধরনের ঘটনা যা আমাদেরকে বারবার ভাবিয়ে তোলে। এই ঘটনা প্রমান যদিও নতুন নয়।
এর আগে বহুবার বিভিন্ন নতুন নতুন ঘটনার মাধ্যমে উঠে এসেছে সেই ধরনের ঘটনা। তবে সম্প্রতি এমন এক ধরনের ঘটনা যা থেকে শুরু হয়েছে অবাক করার মতন বেশকিছু পরিবেশ।
দীর্ঘ লকডাউন এর ফলে রীতি-মতো গৃহব-ন্দি হয়ে ছিলাম আমরা প্রত্যেকে। কিন্তু দেশের অবস্থা ধীরে ধীরে স্বাভা-বিক হতে শুরু করলে রীতি-মতো একঘেয়েমি কা-টিয়ে উঠতে চলেছে সমস্ত নাগরিক।
লকডাউন এর সময় আমরা দেখেছিলাম যে বিভিন্ন যুবক-যুবতীদের প্রতিভাকে তুলে ধরছি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। এবং তাদের মধ্যে কেউ কেউ হয়ে যাচ্ছে রাতা-রাতি ভাইরাল। তবে সম্প্রতি যে চিত্রটি ফুটে উঠল সেটা নিতান্তই অবাক করার মতন এবং আ-জব।
একটি ভিডিও সম্প্রতি সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্লাট-ফর্মে ভাইরাল হয়েছে। সেখানে দেখা যাচ্ছে এক বৃ’দ্ধ লোকের আ-জব দাবি করছেন যে তিনি এই বয়সে সে বিয়ে করবেন।
কিন্তু পাত্রীর অর্থাৎ মেয়ের বয়স হতে হবে কুড়ি বছরের মধ্যে। এমন কি বাড়ি থেকে বেশি টাকা পয়সার আবেদন তিনি করবেন না। মাত্র তিন লাখ টাকা আর একটি গাড়ি দিলেই তিনি সন্তুষ্ট থাকবেন।
রাস্তার মধ্যে থাকা এক ব্যক্তি ইচ্ছাকৃতভাবে সেই বৃ’দ্ধ লোকের সাথে এই ধরনের কা’ন্ড ঘটিয়েছে। এবং সেই বৃ’দ্ধ লোকটি যে মা’ন-সি’ক’ভাবে অ’সু’স্থ সেটা আপনি ভিডিও দেখলে বুঝবে পারবেন।
সেই ব্যক্তি যখন বৃ’দ্ধ লোকটিকে জিজ্ঞেস করে যে তার মনের ইচ্ছা কি তখন তিনি ক্যামেরার সামনে এ ধরনের ইচ্ছেগু-লি প্রকাশ করে থাকে।
ইতিমধ্যে সেই হাস্য-কর ভিডিওটি ব্যাপক পরিমাণে ভাই-রাল হয়েছে। তার পাশাপাশি দমফাটা হাসির পরি-বেশ সৃষ্টি হয়েছে গোটা সাই-বার দুনিয়াতে।
এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ন বেআইনী এবং শাস্তিযোগ্য অপরাধ। হিমেল/নরসিংদী জার্নাল