শুক্রবার, ০১ ডিসেম্বর ২০২৩, ০৫:৪৬ পূর্বাহ্ন

কক্সবাজারে কেমন কাটছে ন্যান্সি-মেহেদীর হানিমুন

রাজু ডিয়ান / ১০৮ বার
আপডেট : রবিবার, ২০ মার্চ, ২০২২
কক্সবাজারে_কেমন_কাটছে_ন্যান্সি_মেহেদীর_হানিমুন
কক্সবাজারে কেমন কাটছে ন্যান্সি-মেহেদীর হানিমুন

নিউজ ডেস্ক, নরসিংদী জার্নাল || কক্সবাজারে কেমন কাটছে ন্যান্সি-মেহেদীর হানিমুন

একদিন আগেই হঠাৎ করেই আলোচনায় উঠে আসেন সংগীতশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সি। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক দীর্ঘ স্ট্যাটাসে জানান তৃতীয় বিয়ে ও সংসার জীবন নিয়ে নানা তিক্ততার কথা। এর ঠিক ২৪ ঘণ্টার মাথায় স্বামী-গীতিকবি মহসীন মেহেদীকে নিয়ে হানিমুনে চলে গেলেন জনপ্রিয় এই সংগীতশিল্পী।
শনিবার বিকেল ৪টা ৫৭ মিনিটে কক্সবাজারের চেকইন দিয়ে স্বামীর সঙ্গে একটি ছবি পোস্ট করে ক্যাপশনে ন্যান্সি লিখেন, ‘হানি-কে নিয়ে সমুদ্রের ধারে মুন দেখতে চলে এলাম!’
রাতে দেখা গেল ন্যান্সি ও মেহেদী মহসীন বেশ আনন্দময় মুহূর্ত পার করছেন। সমুদ্র ধারের এক রেস্তোরাঁয় দুজনে সময় কাটাচ্ছেন। এসময়ে ফেসবুক লাইভে এসে নিজেদের অনেক না বলা কথাও বলছেন তারা। ন্যান্সি বলেন, আমরা তো একদম দুজন কোথাও যাইনি, তাই না? কদিন আগে রাজশাহী গেলাম, সেখানে আত্মীয় স্বজন পরিবেষ্টিত ছিল। তবে এই যে এখানে একেবারে আমরা দুজন…’
ভক্তদের ফেসবুক লাইভে রেখে মোমের আলোয় দুজন কথা বলছিলেন। সমুদ্র থেকে ছুটে আসছিল ঝিরঝিরে বাতাস। ন্যান্সি ও মেহেদী দুজনই একান্তে সময় কাটাতে গিয়ে ভক্তদেরও নিজেদের সঙ্গী করে নিয়েছিলেন।
ন্যান্সি ২০০৬ সালে ব্যবসায়ী আবু সাঈদ সৌরভকে ভালোবেসে বিয়ে করেন। দীর্ঘ ৬ বছর সংসার করার পর ২০১২ সালে সংসার জীবনের ইতি টানেন। সেই সংসারে রয়েছে এক মেয়ে। নাম রোদেলা। ২য় বিয়ে করেন ২০১৩ সালের ৪ মার্চ। কিন্তু ২০২১ সালের এপ্রিলে ন্যান্সি জানান জায়েদের সঙ্গে একসঙ্গে থাকছেন না তিনি। একই বছরে গীতিকার মহসীন মেহেদীকে বিয়ে করেন ন্যান্সি। সংগীতশিল্পী ন্যান্সি ও গীতিকবি মেহেদী মহসীন বিয়ে করেছেন সাত মাস হলো।

এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনী এবং শাস্তিযোগ্য অপরাধ। রাজু ডিয়ান/ নরসিংদী জার্নাল

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ