রবিবার, ০৪ জুন ২০২৩, ১২:৪৯ অপরাহ্ন

ওয়ানডেতে এক নম্বরে উঠে গেল বাংলাদেশ

রাব্বি মল্লিক / ১৪১ বার
আপডেট : শুক্রবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২২

আগামী বিশ্বকাপে কোয়ালিফাইয়ের ক্ষেত্রে বড় ভূমিকা রাখবে ওয়ানডে সুপার লিগ। এতদিন সুপার লিগের পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান করছিল ইংল্যান্ড। বাংলাদেশ ছিল দ্বিতীয় স্থানে। তবে দ্বিতীয় ওয়ানডেতে জিতে বাংলাদেশ টপকে গেছে ইংল্যান্ডকে।

এই জয়ে আইসিসি ওয়ানডে সুপার লিগে আরও ১০ পয়েন্ট অর্জন করেছে বাংলাদেশ। এতে সিরিজ জয়ের পাশাপাশি টাইগাররা উঠেছে আইসিসি ওয়ানডে সুপার লিগের শীর্ষে।

এ নিয়ে দ্বিতীয়বারের মত শীর্ষস্থান দখল করল টাইগাররা। দীর্ঘদিন ধরে অবশ্য পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে অবস্থান করছিল তামিম ইকবালের নেতৃত্বাধীন দল।

এখন পর্যন্ত ১৫ ম্যাচ খেলে ইংল্যান্ড জয় পেয়েছে ৯টিতে। বাংলাদেশ তাদের ১০ম জয়ের দেখা পেল নিজেদের ১৪তম ম্যাচেই। প্রথম দল হিসেবে ওয়ানডে সুপার লিগে ১০টি জয় দেখল টাইগাররা।

এছাড়া প্রথম দল হিসেবে বাংলাদেশ ওয়ানডে সুপার লিগে ১০০ পয়েন্ট অর্জন করেছে। ১৫ ম্যাচে ৯ জয়ে ইংল্যান্ডের পয়েন্ট এখন ৯৫, যার মধ্যে আছে একটি পরিত্যক্ত ম্যাচের ৫ পয়েন্ট। বাংলাদেশ ১০টি ম্যাচ জিতে পূর্ণ ১০০ পয়েন্ট অর্জন করেই উঠেছে পয়েন্ট টেবিলের শীর্ষে।

বাংলাদেশ শীর্ষে ওঠায় ইংল্যান্ড নেমে গেছে দ্বিতীয় স্থানে। তৃতীয় স্থানে আছে ভারত। রোহিত শর্মা, বিরাট কোহলিরা ১২ ম্যাচ খেলে ৮টিতে জিতেছেন, হেরেছেন বাংলাদেশের সমান ৪টি ম্যাচে। ধীর বোলিং এক পয়েন্ট হারানোয় তাদের পয়েন্ট ৭৯।

এর আগে একবার ওয়ানডে সুপার লিগের শীর্ষে উঠেছিল বাংলাদেশ। গত মে মাসে শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচ জিতে ৫০ পয়েন্ট নিয়ে শীর্ষে উঠেছিলেন তামিম-লিটনরা।

আইসিসি ওয়ানডে সুপার লিগে বাংলাদেশের দুরন্ত যাত্রা এনে দিতে পারে ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের টিকিট। ২০২০ সালের জুলাইয়ে শুরু হওয়া এই সুপার লিগের সময়সীমা ২০২৩ সালের মার্চ পর্যন্ত।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ