বৃহস্পতিবার, ০৭ ডিসেম্বর ২০২৩, ০৮:৩৯ পূর্বাহ্ন

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

প্রতিনিধির নাম / ৯২ বার
আপডেট : রবিবার, ৩ জুলাই, ২০২২

ছবি সংগ্রহীত
উইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজ শেষে এবার তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের লড়াই। গতকাল যার প্রথম ম্যাচ বৃষ্টি বাধার মুখে পণ্ড হয়ে যায়। আজ রবিবার (৩ জুলাই) দ্বিতীয় ম্যাচে ক্যারিবীয়দের মুখোমুখি বাংলাদেশ দল।

গতকাল বৃষ্টি বিঘ্নিত দিনে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিলেও আজ দ্বিতীয় ম্যাচে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন উইন্ডিজ অধিনায়ক নিকোলাস পুরান।

প্রথম ম্যাচে টস হয় ৭০ মিনিট দেরিতে। তাই ১৬ ওভারে নেমে আসে ম্যাচ। এরপর আরও দুই দফা বৃষ্টিতে ম্যাচ নেমে আসে ১৪ ওভারে। ওভার কমালেও শেষ পর্যন্ত বাতিল হয়ে যায় ম্যাচ। বাংলাদেশের একাদশে এসেছে দুই পরিবর্তন। মুনিম শাহরিয়ার ও নাসুম আহমেদের বদলে একাদশে সুযোগ হয়েছে তাসকিন আহমেদ ও মোসাদ্দেক হোসেনের।

বাংলাদেশ: আনামুল হক, লিটন দাস, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ অধিনায়ক (অধিনায়ক), আফিফ হোসেন, নুরুল হাসান (উইকেট-রক্ষক), মোসাদ্দেক হোসেন, তাসকিন আহমেদ, শেখ মেহেদী হাসান, মোস্তাফিজুর রহমান।

ওয়েস্ট ইন্ডিজ : কাইল মায়ার্স, ব্র্যান্ডন কিং, শামারাহ ব্রুকস, নিকোলাস পুরান (অধিনায়ক), রোভম্যান পাওয়েল, কেমো পল, ওডেন স্মিথ, রোমারিও শেফার্ড, আকিল হোসেইন, ওবেদ ম্যাককয়, হেইডেন ওয়ালশ।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ