শনিবার, ০৯ ডিসেম্বর ২০২৩, ০৬:৩৫ অপরাহ্ন

এ কেমন ধোঁয়াশা রেখেই দিলেন সাকিব

রাব্বি মল্লিক / ১২৩ বার
আপডেট : বুধবার, ২ মার্চ, ২০২২

তার টেস্ট ক্যারিয়ার নিয়ে নানা গুঞ্জন। সাকিব আল হাসান আগামী ৬ মাস টেস্ট খেলতে চান না। টেস্ট থেকে অর্ধ বছরের জন্য ছুটি চেয়ে বোর্ডে চিঠি দিয়েছেন, সেটা খোদ বোর্ড সভাপতির মুখ থেকেই বেরিয়েছে।

সে কথার সূত্র ধরে বিসিবি সিইও নিজামউদ্দীন চৌধুরী সুজনও জানিয়েছেন, বোর্ড সভাপতি যখন বলেছেন, তখন ঘটনা সত্য। তবে যেহেতু সাকিব আইপিএল খেলবেন না, তাই সেই আগের চিঠির গুরুত্ব কমে গেছে বলেও জানিয়েছেন বিসিবি সিইও।

এদিকে সাকিবের দক্ষিণ আফ্রিকায় টেস্ট খেলতে যাওয়া নিজের রাজ্যের ধোঁয়াশা। একবার ‘হ্যাঁ’ পরক্ষণে ‘না’। আবার সর্বশেষ ‘হ্যাঁ’ বললেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। জানিয়ে দিয়েছেন, দক্ষিণ আফ্রিকার সঙ্গে টেস্ট সিরিজ খেলবেন সাকিব।

কিন্তু ২৪ ঘন্টা না যেতেই আবার সংশয়। সাকিব নিজেই তার দক্ষিণ আফ্রিকায় টেস্ট খেলতে যাওয়ার বিষয়টি ধোঁয়াশা রেখে দিলেন। স্পষ্ট করে ‘হ্যাঁ’ বা ‘না’ বলতে নারাজ বিশ্বসেরা অলরাউন্ডার।

আজ (মঙ্গলবার) বিকেলে ইয়ামাহার এক বিপনন কেন্দ্র উদ্বোধন অনুষ্ঠানে সাকিব ছিলেন অতিথি। সেখানে তার মোটর সাইকেল চালনা, গিটার বাজানো ও গিটার শেখার শখ নিয়ে কথা বলেন। কথা প্রসঙ্গে সাকিব জানিয়ে দিলেন, তিনি মোটর সাইকেল চালাতে পছন্দ করেন এবং তার খুব নামিদামি ব্র্যান্ডের অন্তত ৫-৭টি মোটর সাইকেল আছে। আর নন্দিত শিল্পী শুভ্র দেবের কাছ থেকে গিটার শেখার আগ্রহও আছে তার।

কিন্তু যখনই জানতে চাওয়া হলো, বোর্ড প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন বলেছেন আপনি দক্ষিণ আফ্রিকা টেস্ট খেলতে যাচ্ছেন। সত্যিই প্রোটিয়াদের বিপক্ষে টেস্ট খেলবেন? আপনার অবস্থান জানাবেন কি?

জবাবে মিটিমিটি হাসলেন সাকিব। প্রথমে ছোট্ট জবাব দিলেন, ‘ঠিক আছে, জানতে চান জানতে পারবেন।’

তবে কথা বলার সময় সাকিবের মুখায়ব পরিষ্কার বলে দিলো, দক্ষিণ আফ্রিকায় টেস্ট খেলতে যাওয়া নিয়ে বোর্ড সভাপতি যা বলেছেন, সেটাই হয়তো শেষ কথা নয়। সাকিব সম্ভবত চূড়ান্ত সিদ্ধান্ত নেননি।

আরও একবার প্রসঙ্গটা আসলে সাকিব রহস্যময় হাসি দিয়ে এড়িয়ে গেলেন এই বলে, ‘চলুন সবাই নাস্তা করি।’ বলেই মঞ্চ ত্যাগ করেন বিশ্বসেরা অলরাউন্ডার।

এর আগে সোমবার আফগানিস্তানের বিপক্ষে সিরিজের তৃতীয় ম্যাচ শেষে মাঠ ছাড়ার সময় সাকিবের সঙ্গে ছোট্ট আলাপ হয়েছে পাপনের। সেখানেই সাকিবকে দক্ষিণ আফ্রিকা সিরিজে টেস্ট সিরিজ খেলে আসার কথা বলেছেন বিসিবি সভাপতি। তখন নাকি পাপনের কথায় সায় দিয়েছেন সাকিব।

খেলা শেষে সংবাদ মাধ্যমে এ কথা জানিয়ে পাপন বলেন, ‘দূর থেকে সাকিবের সঙ্গে আমার কথা হয়েছে। তখন সাকিবকে বললাম, তুমি দক্ষিণ আফ্রিকা থেকে টেস্ট খেলে আসো, তারপর তোমার সঙ্গে বসবো। সাকিব বলেছে, আপনি যা বলেন।’ যার অর্থ, টেস্ট সিরিজ খেলার ব্যাপারে মত দিয়েছেন সাকিব।

এ বিষয়টি আরেকটু পরিষ্কার করে বিসিবি সভাপতি বলেন, ‘আইপিএলে খেলতে সে (সাকিব) ছয় মাস টেস্ট খেলতে চায়নি। এখন যেহেতু (আইপিএলে দল না পাওয়ায়) সেই হিসাব নেই, তাই তার টেস্ট না খেলার কোনো কারণ দেখছি না। সে দক্ষিণ আফ্রিকায় টেস্ট খেলবে।’

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ