রবিবার, ০৩ ডিসেম্বর ২০২৩, ০৬:৩৭ অপরাহ্ন

এ কেমন অবিচার, হিজাব পরায় ছয় মুসলিম ছাত্রীকে ক্লাস থেকে বের করে দিলেন শিক্ষক!

রাব্বি মল্লিক, নরসিংদী জার্নাল / ২০০ বার
আপডেট : শনিবার, ২২ জানুয়ারী, ২০২২

সরকারি কলেজে হিজাব পরায় ছয় মুসলিম ছাত্রীকে ক্লাস থেকে বের করে দেওয়ার অভিযোগ উঠেছে।ভারতের কর্ণাটকের এই ঘটনা দেশটির বেশ কিছু গণমাধ্যমে গুরুত্ব সহকারে প্রকাশ করা হয়েছে।

শিক্ষার্থীরা জানান, হিজাব পরার কারণে ডিসেম্বরের শেষ সপ্তাহে তাদের কলেজে আসার ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়। একদিন ক্লাসের ভেতরে গেলে শিক্ষক ধাক্কা দিয়ে বের করে দেন।

আলিয়া আসাদি নামে এক ছাত্রী বলেন, ‘আমরা হিজাব পরে কলেজে এসেছিলাম, কিন্তু আমাদের ক্লাসে যেতে দেওয়া হচ্ছে না। হিজাব পরার জন্য আমাদের ২০ দিন সাসপেন্ড করা হয়েছে। আমরা এখনও ক্লাসের বাইরে বসে আছি।’

এ বিষয়ে কলেজ কর্তৃপক্ষের দাবি, ওই ছয় শিক্ষার্থী কলেজের ড্রেস কোড অমান্য করেছেন। কলেজের অধ্যক্ষ রুদ্র গৌড়ার বলেন, ‘শিক্ষার্থীরা কলেজ প্রাঙ্গণে মাথায় স্কার্ফ পরতে পাড়েন। তবে ক্লাসের ভেতরে নয়। শ্রেণীকক্ষে অভিন্নতা নিশ্চিত করতে নিয়মটি কার্যকর করা হচ্ছে।’

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ