মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩, ০৭:৪৯ পূর্বাহ্ন

এ একন অবিচার, অস্ত্র হাতে নিয়ে নির্বাচনি প্রচারণায় সাবেক চেয়ারম্যান!

রাব্বি মল্লিক / ১৭৭ বার
আপডেট : শুক্রবার, ৪ ফেব্রুয়ারী, ২০২২

কুমিল্লা জেলার বুড়িচং উপজেলার ২নং বাকশীমুল ইউনিয়ন চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হয়েছেন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান লিটন। তার পক্ষে বাকশীমুল বাজারে অস্ত্র নিয়ে প্রচার চালিয়ে যাচ্ছেন সাবেক চেয়ারম্যান হুমায়ন।

এ নিয়ে এলাকায় আলোচনা-সমালোচনা চলছে, জনগণের প্রশ্ন প্রার্থীর পক্ষে অস্ত্র নিয়ে প্রচারণা করার বৈধতা আছে কি?
সাবেক চেয়ারম্যান হুমায়ন এর বক্তব্য, আমার এই অস্ত্র লাইসেন্স করা। তাই নিরাপত্তার জন্য নিয়ে এসেছি।

কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক বুড়িচং উপজেলা চেয়ারম্যান সাজ্জাদ হোসেন বলেন, নির্বাচনী মাঠে অস্ত্র হাতে নিয়ে প্রচার সম্পূর্ণ বেআইনি এবং অপরাধ।

বুড়িচং থানার ওসি আলমগীর হোসেন বলেন, নির্বাচনি এলাকায় অস্ত্র নিয়ে প্রচার করার বৈধতা নেই। এটি বেআইনি ও অপরাধ। আমরা তাকে অস্ত্রসহ আটক করি। পরে তাকে ১০ হাজার টাকা জরিমানা করে তাকে ছেড়ে দেওয়া হয়।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ