বৃহস্পতিবার, ০৭ ডিসেম্বর ২০২৩, ০৫:৫৪ পূর্বাহ্ন

এস্তোনিয়াকে উড়িয়ে দিল আর্জেন্টিনা

প্রতিনিধির নাম / ১২৫ বার
আপডেট : সোমবার, ৬ জুন, ২০২২

ছবি সংগ্রহীত
প্রতিপক্ষ দলটি এস্তোনিয়া। ফিফা র‍্যাঙ্কিংয়ে তাদের অবস্থান ১১০। প্রীতি ফুটবল ম্যাচে এই দলটির বিপক্ষে জিততে মোটেও বেগ পেতে হয়নি সাবেক বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার। লিওনেল মেসির ইতিহাস গড়া সাফল্যে এই জয় পায় তারা।

আজ রোববার দিবাগত রাতে মেসির আর্জেন্টিনা জিতেছে ৫-০ গোলে। দলটির জয়ের নায়ক অধিনায়ক লিওনেল মেসি। ম্যাচে আর্জেন্টিনার পক্ষে সবকটি গোল করেন বিশ্বের অন্যতম সেরা এই ফুটবলার।

পুরো ম্যাচে মেসির ঝলক দেখেছে সবাই। ম্যাচের শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিপক্ষ খেলোয়াড়দের একরকম নাজেহাল করে ছেড়েছেন মেসি।

ম্যাচের ৮ মিনিটে প্রথমে পেনাল্টি থেকে গোল করেন মেসি। পরে ৪৫, ৪৭, ৭১ ও ৭৬ মিনিটে আরও চারটি গোল করে প্রতিপক্ষ দলটিকে বিধ্বস্ত করেন একাই।

এর আগে গত বুধবার রাতে লা ফিনালিসিমায় ইতালিকে উড়িয়ে দিয়েছিলেন মেসিরা। কয়েক দিনের ব্যবধানে আরও একটি ম্যাচ খেলতে নেমে সে ধারাবাহিকতা অব্যাহত রেখেছে তারা।

প্রতিপক্ষ তুলনামূলক দুর্বল। তবে আর্জেন্টিনা ছিল সতর্ক। কারণ বিশ্বকাপের আগে দল গড়ার জন্য কোচ লিওনেল স্কালোনি দেখে নেওয়ার জন্যই এই ম্যাচটি খেলেছেন।

এ নিয়ে টানা ৩৩ ম্যাচ অপরাজিত থাকল আর্জেন্টিনা। তারা শেষ ম্যাচে হেরেছিল ২০১৯ সালে।
এই ম্যাচে আর্জেন্টিনার বেশ কয়েকজন খেলোয়াড়কে বিশ্রাম দেওয়া হয়েছে। তাদের মধ্যে উল্লেখযোগ্য গোলরক্ষক এমি মার্টিনেজ ও লিয়ান্দ্র পারাদেস।

এদিকে কদিন লা ফিনালিসিমায়ার ম্যাচে ইতালিকে ৩-০ গোলে হারায় আর্জেন্টিনা। সে ম্যাচে আর্জেন্টিনার হয়ে তিন গোল করেছেন লাউতারো মার্টিনেজ, ডি মারিয়া ও পাওলো দিবালা।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ