শুক্রবার, ২৪ মার্চ ২০২৩, ০৫:৫২ অপরাহ্ন

এবার শিল্পী সমিতির নির্বাচন নিয়ে মুখ খুললেন অভিনেতা আলমগীর

রাব্বি মল্লিক / ২০০ বার
আপডেট : মঙ্গলবার, ১ ফেব্রুয়ারী, ২০২২

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনকে কেন্দ্র করে চিত্রপাড়ায় ঘটেছে নানান ঘটনা। গত ২৮ জানুয়ারি এই সংগঠনের নির্বাচন অনুষ্ঠিত হয়। এদিন চলচ্চিত্রসংশ্লিষ্ট ১৭ সংগঠনের লোকজনকে এফডিসিতে প্রবেশ করতে দেয়া হয়নি। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেন চলচ্চিত্রের সংগঠনগুলোর মুখপাত্র, কিংবদন্তী অভিনেতা, পরিচালক ও প্রযোজক আলমগীর।

তিনি বলেন, ‘এফডিসি আমাদের বাড়ি। একটি সমিতির নির্বাচনকে কেন্দ্র করে পরিচালক, প্রযোজক, ক্যামেরা পারসন থেকে শুরু করে এফডিসির অন্যান্য সংগঠনের কাউকে ঢুকতে দেয়া হয়নি। চলচ্চিত্রের ৫০ বছরের ইতিহাসে এর চাইতে দুঃখজনক, লজ্জাজনক পরিস্থিতিতে আমরা আর পড়িনি। আমরা চেষ্টা করেছি অনুমতি নিতে, আমি নিজেও চেষ্টা করেছি কিন্তু শেষ পর্যন্ত সেটা সম্ভব হয়নি।’

এদিকে গত ৩০ জানুয়ারি এফডিসির ব্যবস্থাপনা পরিচালকের অপসারণ চেয়ে তার কুশপুত্তলিকা পুড়িয়েছে চলচ্চিত্র সংগঠনগুলোর নেতা-কর্মী ও সদস্যরা। তাদের দাবি এমডির স্বেচ্ছাচারিতার জন্যই তারা সেদিন এফডিসিতে ঢুকতে পারেননি। এ কারণে তারা এমডির অপসারণ চেয়েছেন।

এ বিষয়ে আলমগীর বলেন, ‘শুক্রবার চলচ্চিত্রের মানুষদের এফডিসিতে ঢুকতে বারণ করা নিয়ে এমডি যে বিবৃতি দিয়েছেন, সেটি ইউটিউবে দেখেছি। তাতে আমরা সন্তুষ্ট নই। সে কারণেই আমরা তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রীর সাথে যোগাযোগের চেষ্টা করেছি।

তার আজকে আমাদের সঙ্গে বসার কথা ছিল কিন্তু চট্টগ্রামে তার নিকট একজনের মা মারা যাওয়ায় জরুরিভিত্তিতে তিনি সেখান যাওয়ায় আমাদের সময় দিতে পারেননি। সম্ভবত আগামীকাল আমাদের সঙ্গে বসবেন। আশাকরি, আমরা যা চাইছি তিনি শক্ত পদক্ষেপ নেবেন এবং আমাদের সেই ফলাফলটা দেবেন।’

এদিকে সোমবার থেকেই শোনা যাচ্ছে- এফডিসির বর্তমান এমডির অপসারণ দাবি করে অনেকে তার পরিবর্তে সেই পদে অভিনেতা আলমগীরকে চাইছেন।

এ বিষয়ে এই অভিনেতা বলেন, ‘আমি এফডিসির এমডি হওয়ার যোগ্যতা রাখি না। আমি নিজেকে যোগ্য মনে করি না। এফডিসির এমডি হলে সেটা আরো ৫ থেকে ৭ বছর আগেই হতে পারতাম।’

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ