রবিবার, ০৩ ডিসেম্বর ২০২৩, ০৯:৪২ অপরাহ্ন

এবার বাড়িতে আসো , মেসিকে রোকুজ্জো

প্রতিনিধির নাম / ১৪৩ বার
আপডেট : সোমবার, ৬ জুন, ২০২২

ছবি সংগ্রহীত
আর্জেন্টাইন তারকা মেসির একার আগুনে পুড়েছে এস্তোনিয়া। পিএসজি তারকা একাই করেছেন পাঁচ গোল। তার পায়ের জাদুর কাছে মাথা নত করেছে র‍্যাংকিংয়ে নিচের দিকে থাকা দলটি। হেরেছে ৫-০ গোলে।

এস্তোনিয়ার বিপক্ষে নামার আগে তিন সন্তান ও স্ত্রী রোকুজ্জোর সঙ্গে একটি ছবি শেয়ার করে মেসি লেখেন, ‘আমি তোমাকে মিস করি রোকুজ্জো, আমি ওদেরকে (সন্তানদের) মিস করি।’

মেসির সেই বার্তায় প্রতিক্রিয়া জানিয়েছিলেন তার স্ত্রী রোকুজ্জো। পোস্টের মন্তব্যের ঘরে মেসিকে দ্রুত বাড়িতে ফেরার কথা জানিয়ে লিখেছেন, ‘এখন বাড়িতে আসো। আমরাও তোমাকে মিস করছি।’

জাতীয় দলের জার্সিতে এমন বিধ্বংসী মেসিকে আগে কখনো দেখা যায়নি। ক্যারিয়ারের অষ্টম আন্তর্জাতিক হ্যাটট্রিকের দিনে ৫টি গোল করেন মেসি। মেসির ক্যারিয়ারের দ্বিতীয় পাঁচ গোল এটি।

এর আগে ২০১২ সালে বায়ার লেবারকুসেনের বিপক্ষে পাঁচ গোল করেছিলেন তিনি। এছাড়া এস্তোনিয়া দিয়ে ৩০ ভিন্ন দেশের জালে গোল দিলেন তিনি

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ