সোমবার, ২৭ মার্চ ২০২৩, ০১:১৪ পূর্বাহ্ন

এবার নেত্রকোণায় স্বপ্ন-পদ্মা-সেতু

প্রতিনিধির নাম / ৪৭ বার
আপডেট : শুক্রবার, ২৪ জুন, ২০২২

এবার নেত্রকোণা শহরের মুক্তারপাড়ায় একসঙ্গে ৩ সন্তান জন্ম দিয়েছেন এক প্রসূতি। তাদের নাম রাখা হয়েছে স্বপ্ন, পদ্মা ও সেতু। শুক্রবার (২৪ জুন) বিকেলে শহরের একটি বেসরকারি হাসপাতালে তাদের জন্ম হয়।

বিষয়টি নিশ্চিত করে হাসপাতালের চিকিৎসক আফরিন সুলতানা জানান, ৩ নবজাতক ও তাদের মা সুস্থ রয়েছেন। তাদের কোনো সমস্যা নেই। এদিকে হাসপাতালের ম্যানেজার মো. এনামুল লতিফ বলেন, জেলার মোহনগঞ্জ উপজেলার মাঘান শিয়াধার ইউনিয়নের খুরশিমুল দাসপাড়া গ্রামের প্রসূতি রুমেনা আক্তার হাসি বৃহস্পতিবার সন্ধ্যায় তাদের হাসপাতালে ভর্তি হন।

পরে হাসপাতালের চিকিৎসক আফরিন সুলতানা অস্ত্রোপচারের মাধ্যমে ওই ৩ শিশুর প্রসব করান। রুমেনা আক্তার হাসির স্বামী শেখ সাদী জানান, ৫ বছর আগে তাদের বিয়ে হয়। মোহনগঞ্জ উপজেলার মাঘান শিয়াধার ইউনিয়নের খুরশিমুল দাসপাড়া গ্রামে তাদের বাড়ি হলেও তারা স্থায়ীভাবে মোহনগঞ্জ পৌর শহরে বসবাস করেন। এর আগে তাদের কোনো সন্তান হয়নি।

বৃহস্পতিবার তার স্ত্রীর প্রসব বেদনা শুরু হলে তাকে নেত্রকোণা শহরের সেন্ট্রাল প্রাইভেট হাসপালে ভর্তি করা হয়। পরে অস্ত্রোপচারের মাধ্যমে ৩ সন্তানের জন্ম হয়। শখ করে তিনি সন্তানদের নাম রেখেছেন স্বপ্ন, পদ্মা ও সেতু।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ