শুক্রবার, ০১ ডিসেম্বর ২০২৩, ০৬:৩৮ পূর্বাহ্ন

এবার অনলাইনে দেখা যাবে রাজ-পরীর সিনেমা

রাজু ডিয়ান / ১৪১ বার
আপডেট : মঙ্গলবার, ২২ মার্চ, ২০২২
এবার_অনলাইনে_দেখা_যাবে_রাজ_পরীর_সিনেমা
এবার অনলাইনে দেখা যাবে রাজ-পরীর সিনেমা

নিউজ ডেস্ক, নরসিংদী জার্নাল || এবার অনলাইনে দেখা যাবে রাজ-পরীর সিনেমা

‘গুণিন’ যার নায়িকা পরীমণি ও নায়ক শরিফুল রাজ ।তাঁদের দুজনের কাছেই সিনেমাটি অনেক বেশি স্পেশাল।আমৃত্যু তারা এই সিনেমার কথা স্মরণ রাখবেন, বুকে আগলে রাখবেন। কেননা এই সিনেমার মাধ্যমেই তারা একে-অপরের দেখা পেয়েছেন, ভালোবেসেছেন এবং অবশেষে বিয়ে করে ঘর বেঁধেছেন।
পরী-রাজের বিশেষ এই সিনেমা হলে মুক্তি পেয়েছে গত ১১ মার্চ। এবার অনলাইনে দেখা যাবে সিনেমাটি। প্রেক্ষাগৃহে মুক্তির দুই সপ্তাহ পরে এটি আসছে অনলাইনে। গিয়াস উদ্দিন সেলিম পরিচালিত এ সিনেমাটি দেখা যাবে ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে। আগামী ২৪ মার্চ রাত ৮টায় এটি অবমুক্ত হবে।
এ প্রসঙ্গে পরিচালক গিয়াস উদ্দিন সেলিম বলেন, ‘‘যেমনটা প্রথম থেকে বলা হয়েছিল সিনেমা হলের পর চরকিতে মুক্তি পাবে ‘গুণিন’, তেমনটাই হচ্ছে। আর এর পুরো পরিকল্পনাটা করেছে প্রযোজনা প্রতিষ্ঠান।’’
কথাসাহিত্যিক হাসান আজিজুল হকের ছোটগল্প ‘গুণিন’ অবলম্বনে নির্মিত হয়েছে সিনেমাটি। এর গল্প গ্রামীণ ওঝা রজব আলী গুণিনকে নিয়ে। তার আধ্যাত্মিক ক্ষমতা ছিল। এর জোরে গ্রামে তার বিশাল প্রভাব! তার তিন নাতি রহম, আলী ও রমিজ। গুণিনের রহস্যজনক মৃত্যুর পরবর্তী পরিস্থিতিতে তার দুই নাতি তথা আপন দুই ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব ও ত্রিভুজ প্রেমের গল্পই এই চলচ্চিত্রের মূল উপজীব্য।
সিনেমাটির প্রধান দুটি চরিত্র রমিজ ও রাবেয়ার চরিত্রে দেখা যাবে রাজ ও পরীমনিকে। এছাড়াও যারা অভিনয় করেছেন তারা হলেন দিলারা জামান, ইরেশ যাকের, মোস্তফা মন্ওয়ার, শিল্পী সরকার অপু, ঝুনা চৌধুরী প্রমূখ। এতে নাম ভূমিকায় অভিনয় করেছেন আজাদ আবুল কালাম।
সিনেমায় দুটি গান রয়েছে। তার মধ্যে ‘ঘোমটা খুলে বদন তুলে’ গানটি ইতিমধ্যে দর্শকদের মধ্যে সাড়া ফেলেছে।
প্রসঙ্গত, বিয়ে করে ঘর বাঁধার পর পরীমণি এখন অন্তঃসত্ত্বা। ‘গুণিন’ সিনেমায় কাজ করতে গিয়েই রাজের সঙ্গে তার প্রথম দেখা হয়। সেই দেখার মাত্র সাতদিনের মাথায় গোপনে বিয়ে করেন তারা। তারিখটা ছিল ২০২১ সালের ১৭ অক্টোবর।
এরপর গত ১০ জানুয়ারি অন্তঃসত্ত্বা হওয়ার খবর জানানোর মাধ্যমে সম্পর্ক ও বিয়ের বিষয়টি প্রকাশ্যে আনেন রাজ-পরী। ২২ জানুয়ারি তারা ঘরোয়া আয়োজনে ফের বিয়ে করেন।
এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি এবং ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনী এবং শাস্তিযোগ্য অপরাধ। রাজু ডিয়ান/নরসিংদী জার্নাল

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ