নিউজ ডেস্ক, নরসিংদী জার্নাল।। এখন স্বপ্ন হালিশহরের চূনা ফ্যাক্টরির মোড়ে
এখন স্বপ্ন হালিশহরের চূনা ফ্যাক্টরির মোড়েরিটেইল চেইন শপ ‘স্বপ্ন’র নতুন আউটলেট এখন চট্টগ্রামের হালিশহরের চূনা ফ্যাক্টরি মোড়ে । আজ মঙ্গলবার (৫ এপ্রিল) সকাল ১০টায় হালিশহরের চূনা ফ্যাক্টরি মোড়ে (গাউছিয়া মাজারের পাশে) নতুন এই আউটলেটের উদ্বোধন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন ১১ নং ওয়ার্ড দক্ষিণ কাট্টলির কাউন্সিলর আলহাজ্ব অধ্যাপক ইসমাইল, চট্টগ্রাম মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক মো. দেলোয়ার হোসেন খোকা, ১১, ২৫, ২৬ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর হুরে আরা বিউটি, মহানগর আওয়ামী লীগ নেতা এরশাদুল আমিন চৌধুরী, ‘স্বপ্ন’র রিজিওনাল হেড অব অপারেশন মি. আবদুল্লাহ আল মাহবুব ও চট্টগ্রামের রিজিওনাল ম্যানেজার মি. সাইফুর রব তারেক।
‘স্বপ্ন’র রিটেইল এক্সপ্যানশন বিভাগের পরিচালক সামসুদ্দোহা শিমুল বলেন, আমরা আশা করছি স্বাস্থ্যসম্মত এবং নিরাপদ পরিবেশে এখানকার মানুষ স্বপ্নতে নিয়মিত বাজার করবেন। স্থানীয়দের চাহিদার কথা মাথায় রেখে পণ্য রাখা হয়েছে এ আউটলেটে।
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ। তাসরিফ/ নরসিংদী জার্নাল