বৃহস্পতিবার, ০৭ ডিসেম্বর ২০২৩, ১১:৫৩ পূর্বাহ্ন

এক্সপ্রেসওয়েতে বড় ধরণের দু’র্ঘটনা থেকে বাঁচলেন ডি’সি

প্রতিনিধির নাম / ৭৭ বার
আপডেট : শনিবার, ২৩ জুলাই, ২০২২

গোপালগঞ্জ জেলা প্রতিনিধি।। এক্সপ্রেসওয়েতে বড় ধরণের দু’র্ঘটনা থেকে বাঁচলেন ডি’সি

মুন্সীগঞ্জের শ্রীনগরে এক্সপ্রেসওয়েতে গোপালগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) শা‌হিদা সুলতানার গাড়িতে ধাক্কা দিয়েছে একটি বাস। শুক্রবার (২২ জুলাই) রাত ৯টার দিকে ঢাকা-মাওয়া-ভাঙা এক্সপ্রেসওয়ের শ্রীনগর দোগাছি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

এ সময় জেলা প্রশাসক শাহিদা সুলতানা গাড়িতে থাকলেও তার কোনো ক্ষতি হয়নি। তবে গাড়ির পেছনের অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে।
হাসাড়া হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) জহিরুল ইসলাম  বিষয়টি নিশ্চিত করে বলেন, গোপালগঞ্জ থেকে ঢাকা যাচ্ছিলেন জেলা প্রশাসক (ডিসি) শাহিদা সুলতানা। রাত ৯টার দিকে দোগাছি এলাকায় পৌঁছালে একই লেনের চন্দ্রা পরিবহনের একটি বাস পেছন থেকে তার গাড়িতে ধাক্কা দেয়। এতে তার গাড়ির পেছনের অংশ ক্ষতিগ্রস্ত হয়।

তিনি বলেন, জেলা প্রশাসকের দেহরক্ষীও গাড়িতে ছিলেন। তবে কেউ আহত হননি। আমরা ঘটনাস্থল থেকে বাসটি জব্দ করেছি। তবে চালক ও হেলপার পালিয়ে গেছেন। দুর্ঘটনার কিছু সময় পরই জেলা প্রশাসক ঢাকার উদ্দেশ্যে চলে গেছেন।এ বিষয়ে জেলা প্রশাসক শাহিদা সুলতানা বলেন, হঠাৎ আমার গাড়িটিকে পেছন থেকে ধাক্কা দেয় বাসটি।

হালকা আঘাত পেয়েছি, তবে কোথাও কাটেনি। বলা যায় প্রাণে রক্ষা পেয়েছি। এখনো কোনো চিকিৎসার প্রয়োজন হয়নি। দুর্ঘটনার পর বাসটিকে হাইওয়ে পুলিশ জব্দ করেছে।

এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ন বেআইনী এবং শাস্তিযোগ্য অপরাধ তাসরিফ/নরসিংদী জার্নাল

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ