স্পোর্টস ডেস্ক ।। একে অপরকে বিয়ে করলেন বিশ্বকাপজয়ী দুই নারী ক্রিকেটার
ভালোবাসা বা বিবাহ একই লিঙ্গের মানুষকে বন্ধনে আবদ্ধ হওয়া নতুন কিছু নয়। নারীদের ক্রিকেটে নিজ দলের সতীর্থকে বিয়ে করেছেন এমন ঘটনার নজির রয়েছে কয়েকটি।
নিউজিল্যান্ডের অ্যামি স্যাটারথওয়েট ও লিয়া তাহুহু এবং দক্ষিণ আফ্রিকার মারিজান ক্যাপ ও ডেন ভ্যান নিকের্ক গাঁটছড়া বেঁধেছেন অনেক দিন হয়েছে। এবার বিয়ে করে আলোচনায় এসেছেন ইংল্যান্ডের বিশ্বকাপজয়ী দুই নারী ক্রিকেটার।
ন্যাট স্কিভার ও ক্যাথরিন ব্রান্ট ইংলিশ ক্রিকেটের অভিজ্ঞ দুই ক্রিকেটার দীর্ঘদিন ধরে একই সঙ্গে ২২ গজ মাতিয়ে আসছেন। ২০১৭ সালে এই দুই ক্রিকেটার ইংল্যান্ডের হয়ে ওয়ানডে বিশ্বকাপ জিতেছেন। ন্যাট এবং ক্যাথরিন অক্টোবর ২০১৯ এ বাগদান করেছিলেন।
ইংলিশ ক্রিকেটার ন্যাট স্কিভার এবং ক্যাথরিন ব্রান্ট প্রায় পাঁচ বছর সম্পর্কে থাকার পর রবিবার (২৯ মে) গাঁটছড়া বাঁধলেন। ন্যাট এবং ক্যাথরিনের বিয়ে হওয়ার বিষয়টি জনপ্রিয় নারী ধারাভাষ্যকর ইসা গুহ তার সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছেন।
এই দুই অলরাউন্ডার এবারের নিউজিল্যান্ড বিশ্বকাপেও একই সঙ্গে ইংলিশদের হয়ে খেলেছেন। এবারের বিশ্বকাপেও জয়ের সুযোগ ছিল ইংল্যান্ডের কাছে। তবে ফাইনালে ন্যাট স্কিভারের ১৪৮ রানের অপরাজিত ইনিংস অজিদের হারাতে পারেনি।
শিরোপা না জিততে পারলেও ব্যক্তিগত জীবনে নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছে ইংলিশ দুই ক্রিকেটার। দীর্ঘ ৫ বছর প্রেমের পর এবার জীবনসঙ্গী হিসেবে পথচলা শুরু করলেন ডানহাতি এই দুই অলরাউন্ডার।
এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ন বেআইনী এবং শাস্তিযোগ্য অপরাধ। তাসরিফ/নরসিংদী জার্নাল