শনিবার, ০৯ ডিসেম্বর ২০২৩, ০৬:২৫ অপরাহ্ন

একসঙ্গে ৪ চরিত্রে আসাদুজ্জামান নূর

রাজু ডিয়ান / ১২৪ বার
আপডেট : মঙ্গলবার, ২২ মার্চ, ২০২২
একসঙ্গে_৪_চরিত্রে_আসাদুজ্জামান_নূর
একসঙ্গে ৪ চরিত্রে আসাদুজ্জামান নূর

নিউজ ডেস্ক, নরসিংদী জার্নাল || একসঙ্গে ৪ চরিত্রে আসাদুজ্জামান নূর

বিটিভিতে প্রচারিত হচ্ছে শিশুতোষ গোয়েন্দা ধারাবাহিক নাটক ‘বিন্দু বিন্দু গোয়েন্দাগিরি’। এই ধারাবাহিকের ‘আগুনপাখির বাসা’ গল্পে একাই চারটি চরিত্রে অভিনয় করেছেন দাপুটে অভিনেতা আসাদুজ্জামান নূর।
একইসঙ্গে সুইপার সুখলাল, মালি জগলুল, দারোয়ান শাহনূর ও মুক্তিযোদ্ধা নাসির আহমেদের চরিত্রে রূপদান করেছেন তিনি। বিটিভিতে ধারাবাহিকটি প্রচারিত হয় প্রতি শনিবার সকাল ১০ টা ৩০ মিনিটে। ২৩ থেকে ২৬তম পর্বে দেখা যাবে আসাদুজ্জামান নূরকে। ‘আগুনপাখির বাসা’ গল্পটির প্রচার শুরু হবে আগামী ২৬ মার্চ থেকে।
গল্পের রচয়িতা স্বপন নাথ। মো. এরশাদ হোসেন’র প্রযোজনায় নাটকের গল্পে দেখা যাবে, শিশু গোয়েন্দা মিতু ও টিটু বন্ধুদের মাধ্যমে জানতে পারে ‘আগুনপাখির বাসা’ নামের মহল্লার পুরনো বাড়িটিতে নাসির আহমেদ নামে একজন নতুন ব্যক্তি এসেছেন। কিন্তু তাকে কখনো দেখা যায় না। সে বাড়িতে আরও তিনজন কাজের লোক-সুখলাল, জগলুল ও শাহনূরকে দেখা যায়। মিতু-টিটুরা খেয়াল করে এই চারজনকে কখনো একসঙ্গে দেখা যায় না। তারা প্র্রত্যেকেই আলাদা আলাদা থাকে। প্রত্যেকের আচরণই কেমন যেন রহস্যময়। তবে চৌকষ ক্ষুদে গোয়েন্দা দল একসময় ঠিক ঠিক ভেদ করে ফেলে এই রহস্য। বেরিয়ে আসে মুক্তিযুদ্ধের বীরত্বময় কিছু করুণ কাহিনী।
আসাদুজ্জামান নূর ছাড়াও আরো যারা অভিনয় করছেন তারা হলেন শিশুশিল্পী নদী, তূর্য, আনভিতা, নীল। আরও আছেন ফারজানা ছবি ও কবির আহমেদ।

এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি এবং ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনী ও শস্তিযোগ্য অপরাধ। রাজু ডিয়ান/নরসিংদী জার্নাল

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ